Daily

পৃথিবীর বুকে আজ দাপিয়ে বেড়াচ্ছে ভারতীয় সিনে ইন্ডাস্ট্রি। সংখ্যার বিচারে এবং উপার্জনের নিরিখে হলিউডকে টেক্কা দিচ্ছে ভারতীয় সিনেমা। বিশ্বের অন্যতম বৃহৎ ইন্ডাস্ট্রি হিসেবে ভারতীয় সিনেমা আজ তামাম দুনিয়ার চোখে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। একের পর এক বিগ বাজেটের সিনেমা। আর সেটাই যেন ভারতীয় চলচ্চিত্রকে পৌঁছে দিচ্ছে বিশ্ব দরবারে। ভারতীয় সিনেমাকে এই উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা থাকে পরিচালকের। একেবারে প্রি-প্রোডাকশন থেকে শুরু করে ফাইনাল এডিট পর্যন্ত। এই পুরো বিষয়টাই তৈরি হয় পরিচালকের নেতৃত্বে। তাই পরিচালকের গুরুত্ব সবসময় থাকে বেশি। আর বিগ বাজেট সিনেমা তৈরি করতে গেলে যে পরিশ্রম এবং সময় খরচ হয়, তার গুরুত্ব বোঝেন পরিচালক। তাই বলাই যায়, বিগ বাজেটের সিনেমা নির্মাণের জন্য পরিচালক পারিশ্রমিক হাঁকান বড় অঙ্কের। আজ আমরা কথা বলব, ভারতীয় সিনেমার পাঁচজন ধনীতম পরিচালকদের নিয়ে।
১। করণ জোহরঃ
কফি উইথ করণ থেকে ডিডিএলজে। অথবা কাল হো না হো থেকে মাই নেম ইজ খান। করণ জোহর আজ ভারতীয় সিনেমার মঞ্চ কার্যত দাপিয়ে বেড়াচ্ছে। একের পর এক সিনেমা। আর সেটাই যেন হয়ে উঠছে এক একটা মাষ্টার স্ট্রোক। আয়ের নিরিখে করণ জোহরের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১৫০০ কোটি টাকা।
২। রাজকুমার হিরানিঃ
সিনে ইন্ডাস্ট্রিতে তথাকথিত বলিউডের ভাষাকে অনেকটাই বদলে দিয়েছেন রাজকুমার হিরানি। থ্রি ইডিয়টস থেকে পিকে। তাঁর সিনেমা রিলিজ মানেই দর্শকদের মধ্যে বাড়তে থাকে উত্তেজনার পারদ। রাজকুমার হিরানির ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১৩০০ কোটি টাকা।
৩। সঞ্জয় লীলা বনশালীঃ
সঞ্জয় লীলা বনশালীর পরিচালনায় ভারতীয় দর্শক উপহার পেয়েছেন বেশ কিছু মাষ্টারপিস। তাঁর পরিচালিত সিনেমাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দেবদাস, পদ্মাবত, বাজিরাও মস্তানি। তাঁর ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৯৪০ কোটি টাকা।
৪। অনুরাগ কাশ্যপঃ
তাঁর সিনেমা মানেই অন্যরকম কিছু। তাঁর সিনেমা মানেই বিদেশের মঞ্চ। দেব ডি থেকে গ্যাংস অফ ওয়াসিপুর। সমালোচকদের পাশাপাশি অনুরাগ কাশ্যপ পরিচালিত সিনেমাগুলি প্রশংসা কুড়িয়েছে বিশ্ববাসীর। বর্তমানে তাঁর সম্পত্তির অঙ্ক ৮৫০ কোটি টাকা।
৫। মেঘনা গুলজারঃ
সমালোচকদের প্রশংসা তো রয়েছেই। সঙ্গে দর্শকদের মধ্যেও যথেষ্ট সাড়া ফেলে দেয় মেঘনা গুলজার পরিচালিত সিনেমাগুলি। একেবারে বাস্তবধর্মী সিনেমাগুলি তাঁর পরিচালনায় হয়ে ওঠে অনন্য। রাজি থেকে ছপক। মেঘনা গুলজার আজ সিনে ইন্ডাস্ট্রির প্রথম সারির পরিচালকদের তালিকায় উঠে এসেছেন তিনি। বর্তমানে মেঘনা গুলজারের সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৮৩০ কোটি টাকায়।