Jobs

আরো একবার চাকরিপ্রার্থী যুবকদের সরকারি চাকরির সুবর্ণ সুযোগ করে দিচ্ছে UPSC বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তাও আবার কোনো পরীক্ষা ছাড়াই। জুনিয়র মাইনিং জিওলজিস্ট সহ অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদন করা যাবে। আবেদন করা যাবে কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ upsc.gov.in- থেকে। আবেদনের শেষ তারিখ ২৭ জানুয়ারি। দেরি করবেন না। হাতে সময় এক্কেবারে কম। ঝটপট আবেদন করে ফেলুন আপনারাও।
১৯২৫ টি শূন্যপদে নবোদয় বিদ্যালয়ে চাকরির সুযোগ
গ্রুপ এ, বি এবং সি পদে কর্মী নিয়োগ করছে নবোদয় বিদ্যালয়। অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ navodaya.gov.in থেকে আবেদন করতে হবে।
বৈজ্ঞানিক কর্মকর্তা পদে বার্কে চাকরির সুযোগ। ইঞ্জিনিয়ারিং স্নাতক এবং বিজ্ঞানে পোস্ট গ্র্যাজুয়েট ওরিয়েন্টেশন কোর্স ২০২২ এবং ইঞ্জিনিয়ারিং স্নাতক এবং পদার্থবিদ্যায় স্নাতকোত্তর DAE গ্রাজুয়েট ফেলোশিপ স্কিমে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি। আবেদনের লিংক barc.gov.in।
৬৯টি পদে নিয়োগ করবে রেলটেল লিমিটেড। অফিশিয়াল ওয়েবসাইট railtelindia.com-এ গিয়ে শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি।
৬৯২ টি শূন্যপদে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে মধ্যপ্রদেশে। আবেদনের শেষ তারিখ ১৪ ফেব্রুয়ারি। অফিসিয়াল ওয়েবসাইট থেকে mppsc.nic.in আবেদন করতে পারেন।
ব্যুরো রিপোর্ট