Trending

তাহলে কি স্বাভাবিক হচ্ছে সম্পর্ক? অন্তত তেমনই ইঙ্গিত মিলছে সম্প্রতি শুভশ্রীর একটি ভিডিও থেকে।
গত মঙ্গলবার রাতে শুভশ্রী প্রচার সেরেছেন দেবের নতুন ছবি টনিকের। দর্শকদের কাছে তাঁর অনুরোধ ‘‘বড়দিনের আগের দিন ছোট-বড় সবার জন্য আসছে ‘টনিক’। পরিচালনায় অভিজিৎ সেন। আমার ভীষণ প্রিয় পরিচালক। তাই সবাইকে বলছি, প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখুন।’’ বাংলা ছবির স্বার্থে ব্যক্তিগত তিক্ততা ভুলে শুভশ্রীর এই পদক্ষেপ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে অনুরাগীদের।
এ ভাবেই বাংলা ছবির বাণিজ্যের কথা ভেবে আগামী দিনে কি ফের জুটি বাঁধতে চলেছেন ‘দেবশ্রী’? ভিডিও প্রকাশের পর এখন সেই প্রশ্নই সবথেকে বেশি আলোচিত হচ্ছে টলিউডের অন্দরে।
২৪ ডিসেম্বর বড় পর্দায় আসছে টনিক । তাই শেষ পর্যন্ত ছবির প্রচারে কোনও চমক বাকি রাখছেন না দেব। কখনো তিনি ও তাঁর হিরো পরাণ বন্দ্যোপাধ্যায় সাইকেল চালিয়ে ‘টনিক’-এর গুণ গাইছেন। কখনও বিধায়ক মদন মিত্র গাইছেন এই সিনেমার গান। ফিল্ম ও সঙ্গীত জগতেরও অনেকেই নিজের মতো করে সিনেমার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। তবে শুভশ্রীর এই ভিডিও সবার থেকে বেশি সাড়া ফেলেছে। যদিও দেব একবারের জন্যও নাম নেননি নায়িকার। শুভশ্রী দেবের সিনেমার প্রচার করতেই বেশ খুশি দেব-শুভশ্রীর অনুরাগীরা। তা হলে কি আবার তাঁরা দেখতে পাবেন দেবশ্রী জুটিকে? আপাতত সেই আশা তেই বুক বাঁধছেন তাঁদের অনুরাগীরা। আর বাংলা সিনেমার ব্যবসায়িক স্বার্থে আরেকবার যদি তাঁরা জুটি বাঁধেনও আখেরে লাভবান হবে বাংলা সিনে ইন্ডাস্ট্রিই।
ব্যুরো রিপোর্ট