Prime
Daily
কাল মেদিনীপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, করবেন ক্ষয়ক্ষতির পরিমাণ
By Business Prime News | May 27, 2021
ইয়াস চলে গিয়েছে বেশ কয়েক ঘণ্টা আগে। আতঙ্ক ভয় কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে সমুদ্র সৈকত দিঘা। সকাল থেকে আজ দুপুর পর্যন্ত ছোট ছোট ব্যবসায়ীরা খড়কুটোর মতো হাতরে বেড়াচ্ছেন তাদের সহায় সম্বলকে। যা ছেড়ে দিয়ে গেছে ইয়াস। ক্ষয়ক্ষতি তো হয়েছে অনেক। তবে অধিকাংশ গ্রামের দিকে জায়গায় জায়গায় জল থাকলেও চলাচলের পথ এখনও পরিষ্কার হয়নি। এর মধ্যেই আগামীকাল মেদিনীপুরে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডভন্ড সমুদ্র সৈকতে দাঁড়িয়ে একেবারে গ্রাউন্ড জিরোর ছবি ধরা পরল বিজনেস প্রাইম নিউজের ক্যামেরায়
বিক্রম লাহা, পূর্ব মেদিনীপুর