Market
টম্যাটো চাষে জোয়ার। ফলে গোটা দেশ জুড়েই নজিরবিহীন দাম কমছে টম্যাটোর। বিশেষত পাইকারি বাজারে টম্যাটোর দাম অনেকটাই কমে গিয়েছে। কোন কোন জায়গায় টম্যাটোর দাম পাইকারি বাজারে পৌঁছে গিয়েছে প্রতি কেজি চার টাকায়। গত বছরের থেকে দেশের বিভিন্ন প্রান্তে উৎপাদিত টম্যাটোর দামের থেকে প্রায় ৫০% কম।
দেশে টম্যাটো চাষে সবসময় শীর্ষে থাকে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের দেওয়াসে টম্যাটোর দাম নেমেছে ৮ টাকা প্রতি কেজিতে। গত বছরেও টম্যাটোর দাম ছিল ১১ টাকা প্রতি কেজি। তেমনিভাবে মহারাষ্ট্র, কর্ণাটক, পশ্চিমবঙ্গের মত একাধিক রাজ্যে টম্যাটোর দাম অনেকটাই কমেছে উৎপাদন বৃদ্ধি পাবার কারণে। কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, অনুকূল আবহাওয়া এবং কৃষিক্ষেত্র আবার ছন্দে ফিরতে শুরু করায় টম্যাটোর এই বেনজির মূল্যহ্রাসের সাক্ষী থাকছে ভারত।
বলা হচ্ছে, খারিফ শস্য হিসেবে টম্যাটোর এই বিপুল উৎপাদন চাষিদের ক্ষতির হাত থেকে অনেকটাই বাঁচিয়ে দেবে। দাম কমবে ঠিকই কিন্তু উৎপাদনে কোন ঘাটতি না থাকায় লোকসানের মুখে পড়তে হবেনা তাঁদের। সাধারণত টম্যাটো বীজ পোঁতার ২-৩ মাসের মধ্যেই চাষের জন্য শস্য প্রস্তুত হয়ে যায়। কেন্দ্রীয় কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, এই বছর টম্যাটোর ফলন হয়েছে ২১ মিলিয়ন টন। ফলে টম্যাটো চাষ করে এখন যথেষ্ট খুশি কৃষকবন্ধুরা।
ব্যুরো রিপোর্ট