Daily

দীর্ঘদিন বন্ধও থাকার পর এবার মেট্রোতে ফের ফিরছে টোকেন। আগামী বৃহস্পতিবার থেকেই মেট্রোতে আবারও টোকেন ব্যবস্থা ফেরার কথা ঘোষণা করলেন মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো কর্তৃপক্ষ স্মার্ট কার্ড চালু রাখাতেই কাতারে কাতারে ভিড় হচ্ছিল কলকাতায়। এখন আবার টোকেন ব্যবস্থা চালু হলে আবারও যে ভিড় থিক থিক করবে মেট্রো কামরাগুলিতে তা তো আর বলার অপেক্ষা রাখে না। যদিও, যাত্রীদের সামাজিক দুরত্ববিধি মেনে চলার জন্য স্মার্ট কার্ড ব্যবহারের কথা বলেছে মেট্রো রেল। এছাড়াও তারা জানিয়েছে, স্মার্ট কার্ডের রিচার্জের উপর অতরিক্ত ১০% ছাড়ের ব্যাপারটা যে একই থাকছে।
করোনা অতিমারির জেরে গত বছর ২৪ শে নভেম্বর থেকে বন্ধ মেট্রোতে টোকেন পরিষেবা। এরপর আবার আগামী ২৫ শে নভেম্বর থেকে টোকেন পরিষেবা চালু হওয়ায় খুশি নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ সকলেই।
ব্যুরো রিপোর্ট