Daily
১। হরিদেবপুরের পর বারাসাত। জেএমবি জঙ্গির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার কারণে এসটিএফের হাতে গ্রেফতার লালু ওরফে রাহুল সেন। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দুটো ল্যাপটপ, আইপ্যাড, মোবাইল ফোন এবং সন্দেহজনক নথি।
২। তৃতীয়বার মুখ্যমন্ত্রীর আসনে বসার পর প্রথমবারের জন্য দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১শে জুলাই ভার্চুয়ালি শহীদ দিবস পালন করার পর ২৫ জুলাই চারদিনের জন্য দিল্লি সফর করবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে সরকারি বৈঠক করে তুলে ধরবেন বাংলার সমস্যা। তবে মমতার এই সফর যে রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ তা মনে করছেন অনেকেই।
৩। ডিএ কোন বড় বিষয় নয়। কিন্তু বর্তমানে দেশের হালত সত্যিই খারাপ। ভারতের অর্থনৈতিক অবস্থা নিয়ে সংশয় প্রকাশ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
৪। এবার পর্যটকদের পায়ে বেড়ি লাগানোর জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল দিঘা প্রশাসন। সংক্রমন ঠেকাতে দিঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমনি এলাকায় পর্যটকদের টিকাকরণের সার্টিফিকেট অথবা করোনার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। আর সেই নির্দেশ জারি হতেই আবারও ফাঁকা হচ্ছে দিঘা চত্বর।
৫। উত্তরপ্রদেশে ও উত্তরাখণ্ডে আগামী বছর বিধানসভা ভোট। সে ভোটকে পাখির চোখ করে বেনারসে একসঙ্গে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের তোলা এই অভিযোগকে যথারীতি খারিজ করে দেওয়া হয়েছে পদ্ম শিবিরের পক্ষ থেকে।
৬। কৃষিক্ষেত্রে আরও আধুনিকীকরণের জন্য বরাদ্দ করা হয়েছে এক লক্ষ কোটি টাকা। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি ক্ষেত্রে সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ কৃষকের সুবিধা তো হবেই তার সঙ্গে কৃষি মান্ডিও অনেক সুবিধা পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন কৃষিক্ষেত্রে আধুনিকীকরণ আনার জন্যে এটা একটা বড় পদক্ষেপ।
৭। কানোয়ার যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড সরকার। যে কারণে অনিশ্চয়তার মেঘ ঘনিয়ে এসেছে সেখানকার বিক্রেতা এবং হকারদের মাথায়। ধর্মীয় প্রভাব বেশি থাকার কারণে এখানে সারা বছরই পুণ্যার্থীদের ভিড় লেগে থাকে। অতিমারি পরিস্থিতিতে যা উধাও। ফলে বিক্রেতাদের কপালে জমছে শুধুই দুশ্চিন্তা।
৮। মদ বিক্রিতে ছাড় তবে অনলাইনে। আগামী এক মাস অনলাইনে মদ বিক্রি করার পরিকল্পনা নিয়েছে অসম সরকার। অতিমারি পরিস্থিতিতে জমায়েত এড়ানোর জন্য এমন পদক্ষেপ।
৯। বুধবার মাঝ রাত থেকেই আনলক পর্ব শুরু হল বাংলাদেশে। শুরু হয়েছে আন্তঃনগরী বাস, ট্রেন এবং নৌ পরিষেবা। ঈদের উৎসবকে মাথায় রেখেই পরীক্ষামুলকভাবে মাত্র সাত দিনের জন্য চালু করা হলো আনলক পর্ব।
১০। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ভারতীয় ক্রিকেট দলে। ক্রিকেটার ঋষভ পন্থের পর এবার আক্রান্ত হয়েছেন সাপোর্ট স্টাফ দয়ানন্দ গরানী। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে ঋষভ পন্থ ছাড়াই প্রস্তুতি ম্যাচ খেলতে ডারহামে যাবে ভারতীয় ক্রিকেট দল।
ব্যুরো রিপোর্ট