Daily
১। দীনেশ ত্রিবেদী ইস্তফা দেওয়ার রাজ্যসভার ফাঁকা আসনে উপ নির্বাচনের সময় ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৯ আগস্ট পশ্চিমবঙ্গ থেকে এই আসনে ভোটগ্রহণ হবে। সেই দিনই বিকেল পাঁচটায় হবে ভোট গণনা।
২। ছন্দপতন পাহাড়ের রাজনীতিতে। দল ছাড়লেন গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান বিনয় তামাং। সভাপতির পদ সহ প্রাথমিক সদস্য পদ ছাড়লেন তিনি।
৩। মঙ্গলবার প্রকাশিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ২০ জুলাই সকাল দশটা থেকে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে দেখা যাবে ফলাফল। ফলাফল জানার জন্য ওয়েবসাইট গুলি হল:
www.wbbse.wb.gov.in
http://wbresults.nic.in
www.exametc.com
www.indiaresult.com
৪। দৈনিক সংক্রমণ উদ্বেগে রেখেছে অসম, মণিপুর এবং কেরালাকে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮হাজার ৯৪৯ জন। গত ২৪ ঘন্টায় সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে ৫৪২ জনের।
৫। গত চার বছরে উত্তর প্রদেশ দেশের অন্যান্য রাজ্যের পথপ্রদর্শকের জায়গায় পৌঁছে গিয়েছে। জানালেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা।
৬। ওড়িশায় আংশিক লকডাউন এর মেয়াদ বৃদ্ধি হল পয়লা অগাস্ট পর্যন্ত। স্কুল এবং অন্যান্য বিদ্যালয় প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে। বন্ধ রাখা হবে শপিং মল এবং পার্ক। পুরী ছাড়া অন্যান্য জায়গায় বাস-ট্যাক্সি অটোর মত গণপরিবহন চালু থাকবে।
৭। ভারি বৃষ্টি মুম্বইতে। তার জেরেই ১৬ ই জুলাই মুম্বইয়ে রেল লাইন ডুবল ভারী বৃষ্টিতে। রেলযাত্রীদের দুর্ভোগের ছবিটা আবারো স্পষ্ট হলো।
৮। দূষণের কবলে যমুনা নদী। নদীতে ভাসতে দেখা গেল বিষাক্ত ফেনার স্তর। যা পরিবেশবিদদের মধ্যে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে। বিগত পাঁচ বছরের মধ্যে নদীতে এই দূষিত ফেনার পরিমাণ ক্রমশই বাড়ছে।
৯। এক মাসে কুড়ি লক্ষেরও বেশি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ। নেট মাধ্যমে অপব্যবহারের রাশ টেনে ধরতে হোয়াটসঅ্যাপের তরফ থেকে এই পদক্ষেপ।
১০। চিরপ্রতিদ্বন্দ্বীদের আলাদা করল না আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে থাকছে ভারত পাকিস্তান।বিশ্বকাপের আসরে এই দুই দলের ক্রিকেট যুদ্ধের স্বাদ পেতে উৎসুক দর্শকরা।
ব্যুরো রিপোর্ট