Daily
১। ফোনে আড়ি পাতা প্রসঙ্গে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ মমতার। বললেন, “পেগোসাস-ফেরোসাস, নরেন্দ্র মোদীর নাভিশ্বাস।”
২। ২০২৪-এ বিজেপি বিরোধী জোটের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র থেকে বিজেপিকে হঠানোর জন্য সলতে পাকানোর কাজ শুরু করে দিলেন।
৩। কোভিড পরিস্থিতি সামলাতে গিয়ে কেন্দ্রের ‘মনুমেন্টাল ফেলিওর’ হয়েছে। ওষুধ থেকে ভ্যাকসিন থেকে গঙ্গায় মৃতদেহ কেন্দ্রকে সবদিক থেকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
৪। আজকের শহিদ দিবস পালন হল সর্বভারতীয় স্তরে। উপস্থিত ছিলেন শরদ পাওয়ার, চিদম্বরম, দিগ্বিজয় সিংহের মত একাধিক মোদি বিরোধী হেভিওয়েট নেতা।
৫। আজ ঈদুজ্জোহা উপলক্ষ্যে দেশবাসীকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে মিষ্টি বিনিময় করলেন ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী।
৬। দেশের সর্বত্র পালিত হতে দেখা গেল ঈদ। জম্মু থেকে মহারাষ্ট্র থেকে কর্ণাটক বা গুজরাত। করোনা বিধি মেনেই চলল তাঁদের প্রার্থনা।
৭। মুম্বইয়ের মেরিন ড্রাইভে দেখা গেল উঁচু ঢেউ। তার সঙ্গে ভারি বৃষ্টি। শহরের বেশ কিছু রাস্তায় জমল জল।
৮। আগামী ৩৬ ঘন্টা হিমাচল প্রদেশে জারি থাকবে ভারি বৃষ্টির সতর্কতা। এরপর বৃষ্টিপাতের পরিমাণ কমলেও ২৬ তারিখ থেকে হতে পারে ভারি বৃষ্টি।
৯। ফিরতে পারে টিকটক। দেশের তথ্যপ্রযুক্তি আইন মেনেই ব্যবসা করবে তারা। এই মাসের গোড়াতেই কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে সংস্থা।
১০। ২০০০ এর পর ২০৩২। ঠিক ৩২ বছর পরে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হবে অলিম্পিক্স। ২০০০ সালে সিডনিতে অনুষ্ঠিত হয়েছিল অলিম্পিক্স।
ব্যুরো রিপোর্ট