Daily
১। সোমবার সংসদে শুরু হল বাদল অধিবেশন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন, সংসদে করোনা নিয়ে আলোচনা করতে রাজি আছি। কিন্তু সরকারকে শান্তিপূর্ণভাবে উত্তর দিতে দিন।
২। দেশে করোনার টিকা নিয়ে যারা আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে মাত্র ০.৪% মানুষের মৃত্যু হয়েছে। ১০% মানুষ গুরুতর অবস্থায় ভর্তি হয়েছেন হাসপাতালে। সাম্প্রতিক সমীক্ষায় উঠে এলো এমনই তথ্য।
৩। কেন্দ্রীয় মন্ত্রীসভায় সুযোগ পেয়েছেন দলিত, কৃষক এবং অনগ্রসর শ্রেণির বেশ কয়েকজন। তাঁরা এইভাবে সামনের সারিতে উঠে আসায় খুব একটা বিরোধীদের এই পদক্ষেপ পছন্দ হয়নি। সোমবার বাদল অধিবেশনে এভাবেই বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৪। পেগাসাসের বিরুদ্ধে ফোন ট্যাপিংয়ের অভিযোগে সরগরম দেশের রাজনীতি। বাদল অধিবেশনের শুরুতেই দেশের নেতা-মন্ত্রী থেকে শুরু করে সাংবাদিক, শিল্পপতি, সমাজকর্মী এমনকি বিচারপতিদের ফোন ট্যাপ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
৫। সাইকেল চালিয়ে সংসদে গেলেন তৃণমূলের সাংসদরা। সোমবার দিল্লির সাউথ অ্যাভিনিউর দলীয় কার্যালয় থেকে সংসদে যান তৃণমূলের ৮ জন সাংসদ। লাগামছাড়া পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির এভাবেই প্রতিবাদ জানিয়েছেন তাঁরা।
৬। কমছে মাংসের চাহিদা। অতিমারিতে প্রোটিন সমৃদ্ধ অন্যান্য খাবারের দিকেই ঝুঁকছেন সাধারণ মানুষ। যে কারণে মাংসের দাম ক্রমশ চড়ছে। যে কারণে সরাসরি কোপ পড়বে বিক্রিতে। মনে করছেন মাংস ব্যবসায়ীরা।
৭। ভয়াবহ বৃষ্টির কোপে নবি মুম্বই। আটকে পড়েছেন বহু পর্যটক। ইতিমধ্যেই পুলিশ এবং দমকল ১২০ জন মানুষকে উদ্ধার করেছে।
৮। দিল্লিতেও নেমে পড়ল বৃষ্টি। রাজধানীর বেশ কয়েকটি জায়গায় ভারি বৃষ্টির কারণে জল জমতে দেখা গেল। স্বাভাবিকভাবেই ট্রাফিকের ভিড় দেখতে পাওয়া গেল। আইএমডির তরফ থেকে দিল্লিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছিল।
৯। প্যালিওলিথিক বা প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেল হরিয়ানার ফরিদাবাদে। সেখানের মঙ্গরবাণী পার্বত্য অরণ্যে এই নিদর্শন পাওয়া গিয়েছে। পাওয়া গিয়েছে গুহাচিত্র। চলতি বছরের মে মাসে সরকারের নজরে নিয়ে আসেন পরিবেশবিদ সুনীল হরসানা।
১০। মূল্যবৃদ্ধির হাত থেকে রেহাই নেই। সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হবে এখনও কয়েক মাস। এমনটাই দাবি করল দেশের শীর্ষ ব্যাঙ্ক আরবিআই। একদিকে জোগানে ধাক্কা আর অন্যদিকে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি। ফলে মূল্যবৃদ্ধির চোখ রাঙানি আরও কিছুদিন বজায় থাকবে।
ব্যুরো রিপোর্ট