Daily

১। দিল্লি পৌঁছনর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সারলেন একাধিক রাজনীতিবিদ থেকে বিশিষ্টজনেরা। সেই তালিকায় যুক্ত হল জাভেদ আখতারের নাম। বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
২। মমতা বন্দ্যোপাধ্যায় একজন সার্থক নেত্রী। তৃণমূলে যোগ দিয়ে জানালেন প্রাক্তন জেডিইউ সাংসদ পবন বর্মা। যোগদান করে তিনি বলেন, গণতন্ত্রে একটি মজবুত বিরোধী দলের থাকা প্রয়োজন। যা তৃণমূল কংগ্রেসের রয়েছে।
৩। অবশেষে সব জল্পনার অবসান। জোড়া ফুলে যোগ দিলেন কংগ্রেস নেতা ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে উত্তরীয় গ্রহণ করেন তিনি।
৪। স্থগিত রইল পুরভোটের দিন ঘোষণার তারিখ। বৈঠক হল রাজ্যপাল জগদীপ ধনখড় ও রাজ্য নির্বাচন কমিশনারের মধ্যে। হাইকোর্টে মামলার শুনানির পরেই দিনক্ষণ ঘোষণার ইঙ্গিত।
৫। যুব তৃণমূল নেতা মহরম শেখ খুনের মামলায় পুলিশি ধরপাকড় অব্যাহত। মোট দশ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ছ’জনকে। আজ জয়নগর থেকে গ্রেফতার করা হয়েছে দুজনকে।
৬। মমতাকেই অনুসরণ করছেন কেজরীবাল। পাঞ্জাবে ক্ষমতায় এলে আপের লক্ষ্য হবে নারী ক্ষমতায়ন। প্রকল্প তৈরি হবে লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে।
৭। পিছোচ্ছে না ত্রিপুরায় পুরভোট। দলীয় নেতা-কর্মীদের হামলা নিয়ে তৃণমূলের পুরভোট পিছিয়ে দেওয়ার আবেদন খারিজ করল শীর্ষ আদালত। পাশাপাশি ত্রিপুরা পুলিশকে সুরক্ষার বিষয়ে নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
৮। হাওড়া অশোকনগরের পর এবার পূর্ব মেদিনীপুরের বলাইপণ্ডা। এখানেও মিলতে পারে খনিজ তেলের সন্ধান। এবার সেই তেলের খোঁজেই নমুনা সংগ্রহে নামল ওএনজিসি।
৯। তাজপুর বন্দর নিয়ে বিস্ফোরক শান্তনু ঠাকুর। জানালেন, কেন্দ্রীয় সরকার বারবার রাজ্য সরকারকে তাজপুরের গভীর সমুদ্রবন্দরের ভার কেন্দ্রের হাতে তুলে দিতে অনুরোধ করলেও রাজ্য সরকার কেন্দ্রের কথায় কর্ণপাত করেনি।
১০। দুপুরের পর ফের পড়ল সেনসেক্স। দুপুর দুটোর সময় বিএসই সেনসেক্স ছিল ৫৮,৭০০-র ঘরে। কিন্তু বাজার বন্ধের সময় সেনসেক্সের সূচক দাঁড়ায় ৫৮,৬৬৪-তে। দুপুর দুটোর সময় নিফটি ছিল ১৭,৫০০। বাজার বন্ধের সময় নিফটি সামান্য বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১৭,৫০৩। একইভাবে সারাদিন পেটিএমের শেয়ারে ৯ শতাংশ জাম্পিং লক্ষ্য করা গেলেও উল্লেখযোগ্যভাবে বাজার বন্ধের সময় এয়ারটেল জাম্প করে ২ শতাংশে।
ব্যুরো রিপোর্ট