Daily
১। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিএসএফ ইস্যু নিয়ে কথা বলতে দিল্লি পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার মুখোমুখি বৈঠক হতে চলেছে মোদী-মমতার।
২। আগরতলায় পৌঁছে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় হিংসার বাতাবরণ নিয়ে অভিষেক কার্যত আঙুল তুলে দিলেন বিজেপি সরকারের দিকে।
৩। ত্রিপুরা নিয়ে নাছোড় তৃণমূল কংগ্রেসের আবেদন গ্রহণ করল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ সত্ত্বেও তৃণমূল কর্মীদের না আছে নিরাপত্তা। না করা যাচ্ছে ভোটের প্রচার। উল্টে রাজ্য সরকার তৃণমূল কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে বলে অভিযোগ।
৪। বেলা গড়াতেই ধুন্ধুমার কাণ্ড নর্থ ব্লকের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সময় না দেওয়ায় বিক্ষোভে সামিল হলেন তৃণমূল সাংসদরা। চলল তুমুল স্লোগান।
৫। ২০২০-র মার্চে বন্ধ হয়ে যাওয়া মেট্রো টোকেন বৃহস্পতিবার থেকেই আবারো ফিরছে। করোনা কালে শুধুমাত্র যাতায়াতের জন্য স্মার্ট কার্ডই বরাদ্দ ছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতি খতিয়ে দেখে আবারো ফিরিয়ে আনা হচ্ছে মেট্রোয় টোকেনের ব্যবহার।
৬। মামলাকারীর আইনজীবীর পরিপ্রেক্ষিতে এবার স্বাস্থ্যসাথী নিয়ে রাজ্য সরকারের হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। রাজ্যের দাবি, প্রতিদিনই এই প্রকল্পে সুবিধাপ্রাপকদের সংখ্যা বাড়ছে। অথচ অভিযোগ সরকার নাকি এই প্রকল্পে বরাদ্দ কমাচ্ছে। এটা কি করে সম্ভব? তা নিয়ে রাজ্য সরকারের হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট।
৭। আবারো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা বাতিল করল ত্রিপুরা পুলিশ। ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কোন রাজনৈতিক দলকেই মিটিং অথবা রোড শোয়ের অনুমতি দেওয়া হচ্ছে না।
৮। তৃণমূল নেতাদের গোয়া ও ত্রিপুরা যাওয়া নিয়ে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। যদিও দিলীপ ঘোষের এই কটাক্ষকে পাত্তা দিতে নারাজ তৃণমূল কংগ্রেস।
৯। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ছাড়াও বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে মেঘলা আকাশের সঙ্গে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি বলছে হাওয়া অফিস। রাজ্যের অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর ঠিকই থাকবে। রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমতে পারে। কলকাতার আকাশ পরিষ্কার থাকবে।
১০। সোমবার সকালে শেয়ার বাজার খুলতেই বড়সড় পরিবর্তন দেখা গেল। দুপুর একটা পর্যন্ত নিফটি পৌঁছয় ১৭,৫০০-র ঘরে। সেনসেক্সের পতন হয় ৮০০ পয়েন্টে। তবে নির্মাণ শিল্প, অটোমোবাইল, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং ক্যাপিটাল গুডসে শেয়ার ১-৩% নিম্নমুখী ছিল। তবে বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্স ১,৭০০ পয়েন্ট নীচে নামে। নিফটি বন্ধ হয় ১৭,৪১৬ পয়েন্টে।
ব্যুরো রিপোর্ট