Daily

১। পুরভোটের আগে মন্ত্রীসভার রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুত্ব বাড়ল মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। এখন থেকে অর্থের দায়িত্ব সামলাবেন চন্দ্রিমা ভট্টাচার্য। অবশ্য অমিত মিত্র থাকছেন অর্থ দফতরের প্রধান উপদেষ্টা হিসেবে। তবে এবার অর্থ দফতরের দায়িত্বও হাতে নিলেন মুখ্যমন্ত্রী।
২। সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর পঞ্চায়েত দফতরের দায়িত্ব পেলেন পুলক রায়। ক্রেতা সুরক্ষা মন্ত্রীর দায়িত্ব পেলেন মানস ভুঁইয়া। নারী ও সমাজকল্যাণ দফতরের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠী দফতরের দায়িত্ব দেওয়া হল শশী পাঁজাকে। শিল্প পুনর্গঠনের দায়িত্ব পেলেন বীরবাহা হাঁসদা।
৩। কলকাতা-হাওড়ায় পুরভোট হতে চলেছে ১৯ ডিসেম্বর। রাজ্যের প্রস্তাবে সায় দিল রাজ্য নির্বাচন কমিশন। চিঠি পৌঁছল পুর ও নগরোন্নয়ন দফতরের কাছে।
৪। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দেওয়া চিঠির জন্য গ্রেফতার চিকিৎসক অরিন্দম সেন সহ ৩ জন। মঙ্গলবার তাঁদের তোলা হয়েছে আদালতে।
৫। কুকথার দলে নাম লেখালেন শুভেন্দু। প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রকে নিন্দনীয় ভাষায় আক্রমণ করতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।
৬। দীর্ঘ দেড় বছর পর আবারো চালু হল শিলিগুড়ি কাঠমান্ডু আন্তর্জাতিক বাস পরিষেবা। প্রতি সপ্তাহে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবারে পাওয়া যাবে এই বাস পরিষেবা। থাকছে করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিয়ম। যাত্রীভাড়া মাথাপিছু রাখা হয়েছে ১৫০০ টাকা।
৭। তুঙ্গে ছট অর্থনীতি কালিয়াগঞ্জের বাজারে। পুজোর সামগ্রী কিনতে পুজো উদ্যোক্তারা ভিড় জমাচ্ছেন বিভিন্ন বাজারে। ছট অর্থনীতি পৌঁছে যাচ্ছে এক অন্য মাত্রায়।
৮। কেরলে চোখ রাঙাচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় কেরলে করোনায় মৃত্যু হয়েছে ২৬২ জনের। গোটা দেশে মৃত্যু হয়েছে ৩৩২ জনের।
৯। এবার ইংল্যান্ডেও ছাড়পত্র পেল কোভ্যাক্সিন। কোভ্যাক্সিনের দুটো ডোজ নেওয়া থাকলে ভারতীয়রা পাড়ি দিতে পারবেন ব্রিটেনেও।
১০। তিন ট্রিলিয়নের রেকর্ড ছুঁলো ক্রিপ্টোকারেন্সি মার্কেট। এই প্রথমবার গত ২৪ ঘণ্টায় তিন ট্রিলিয়নের রেকর্ড ছুঁলো বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন আর দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি আথার।
ব্যুরো রিপোর্ট