Daily

১। পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই চেনা মেজাজে ফিরে এলো শীত। কলকাতায় পারদ পতন এক ধাক্কায় ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ। সর্বত্রই মালুম হচ্ছে শীতের কামড়।
২। অক্টোবরের পর জানুয়ারি। ঠিক তিন মাসের মাথায় আবারো ভাগ্য খুলে গেল মৎস্যজীবীর। দীঘা মোহনার বিশ্বেশ্বরী ট্রলারে উঠল ১২১ টি তেলিয়া ভোলা। নিলামে তেলিয়া ভোলার আনুমানিক দাম উঠতে পারে প্রায় ২ কোটি টাকা।
৩। ডিজিটাল ভারত গড়ার লক্ষ্যে এয়ারটেলে লগ্নি করল গুগল। এয়ারটেলের ১.২৮ শতাংশ অংশীদারি গুগল নিজের হাতে নিতে চলেছে ৭০ কোটি ডলারে। আগামী পাঁচ বছরে এয়ারটেলে গুগলের লগ্নির অঙ্ক দাঁড়াবে প্রায় ৭৪৫০ কোটি টাকায়।
৪। চার বছর পর দাম বাড়তে চলেছে পাউরুটির। ইস্ট, চিনি, জ্বালানির মত কাঁচামালের মূল্যবৃদ্ধির জন্য দাম বাড়ছে পাউরুটির। ২০১৮ সালের পর থেকে এই পাউরুটির দাম অপরিবর্তিত ছিল।
৫। প্রিপেড গ্রাহকদের স্বস্তি দিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। এবার থেকে আর ২৮ দিন নয়। রিচার্জের ভ্যালিডিটি থাকতে হবে ৩০ দিন পর্যন্ত। এই বিষয়ে টেলিকম সংস্থাগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাই।
৬। শেয়ার বাজারে বড়সড় ক্ষতির মুখে টেসলা। এক ধাক্কায় শেয়ারের দর কমল ১২ শতাংশ। ক্ষতি হল প্রায় ১০ হাজার কোটি ডলার।
৭। অতিমারি আবহে বিধ্বস্ত দেশের পর্যটন শিল্প। ক্ষতির মুখে পড়েছেন এই শিল্পের সঙ্গে জড়িত লক্ষ লক্ষ মানুষ। সংকট থেকে সুরাহা পেতে তাই আসন্ন বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা। এবার ট্র্যাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফ থেকে দাবি জানানো হয়েছে, এক ভারত, এক পর্যটনের।
৮। আসন্ন বাজেট নিয়ে আশাবাদী হওয়া গেলেও থেকে যাচ্ছে দুশ্চিন্তা। এমনটাই জানাচ্ছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। মধ্যবিত্ত থেকে ক্ষুদ্র পুঁজির সংস্থার দিকে নজর রেখেই বাজেট করা উচিৎ বলে মনে করেন তিনি।
৯। করোনা আবহেও সোনার চাহিদা বাড়ছে নজিরবিহীন। ২০২১ সালে সোনার চাহিদা ৭৯ শতাংশ বেড়ে পৌঁছয় ৭৯৭ টনে। চলতি বছরে সেই চাহিদা বেড়ে পৌঁছতে পারে ৮০০ থেকে ৮৫০ টনে। জানালো ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল।
১০। সপ্তাহের শেষ দিনেও ঝিমিয়ে রইল শেয়ার বাজার। বিএসই সেনসেক্সের সূচক ৭৬.৭১ পয়েন্ট নেমে পৌঁছল ৫৭,২০০.২৩ পয়েন্টে। পাল্লা দিয়ে নামল নিফটি। ৮.২০ পয়েন্ট নেমে নিফটির সূচক পৌঁছল ১৭,১০১.৯৫ পয়েন্টে। শেয়ার দৌড়ে এগিয়ে রয়েছে মেটা, অ্যালফাবেট, ফেসবুক, অ্যামাজন অ্যাপল।
ব্যুরো রিপোর্ট