Daily
১। রাজ্য রাজনীতিতে নক্ষত্র পতন। দীপাবলির দিন চিরতরে বিদায় নিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
২। বৃহস্পতিবার রাত ৯:২২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুব্রত মুখোপাধ্যায়। মৃত্যুর খবর আসতেই এসএসকেএম হাসপাতালে ভিড় জমাতে থাকেন রাজ্যের প্রথম সারির নেতারা।
৩। সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকে ভেঙে পড়লেন ফিরহাদ, শোভনদেব থেকে রাজ্য রাজনীতির তাবড় ব্যক্তিত্বরা।
৪। রাজনৈতিক বিরোধিতা থাকলেও সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ বিমান থেকে আব্দুলের। অন্য ধাঁচের নেতা হিসেবে বিমানের সুব্রত স্মরণ।
৫। সুব্রতর প্রয়াণে অর্ধনমিত থাকল মোহনবাগানের পতাকা। অভিভাবক হারানোর শোক মোহনবাগান সচিব সৃঞ্জয় বসুর গলায়।
৬। সুব্রতর শোকে কাতর গোটা সারেঙ্গাবাদ। স্বজন হারানোর শোকে কান্নায় ভেঙে পড়েছে গোটা গ্রাম।
৭। দূষণের জেরে শরীর খারাপ দিল্লির। দীপাবলি পেরোতেই বিপজ্জনক জায়গায় পৌঁছেছে রাজধানীর দূষণ। আগামী রবিবার সন্ধ্যে পর্যন্ত দিল্লিতে দূষণ পরিস্থিতির উন্নতি হওয়ার কোনও আশা নেই বলে মনে করা হচ্ছে।
৮। সিল্ক উৎপাদনের জন্য বড়সড় পদক্ষেপ নিল শ্রীনগর। ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক মেশিন। সিল্কের গুণগত মানের সঙ্গে পরিমাণও অনেকটা বাড়িয়ে তুলবে এই মেশিন।
৯। গত ২৪ ঘণ্টায় কমল করোনায় মৃত্যুর সংখ্যা। দেশে করোনায় গত একদিনে মৃত্যু হয়েছে ২২১ জনের। আক্রান্তের সংখ্যা রয়েছে ১২ হাজারের ঘরে।
১০। কলকাতা সহ দিল্লি, মহারাষ্ট্র, ভুবনেশ্বর, মধ্যপ্রদেশ, গুজরাত, লখনউ, রাঁচি, পাটনা এমনকি হায়দরাবাদের বিভিন্ন বাজারে পিঁয়াজের দাম কমার আশ্বাস দিয়েছে কেন্দ্র। মজুত থেকে ১.১১ লক্ষ টন পিঁয়াজ খুচরো বাজারগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ব্যুরো রিপোর্ট