Daily

১। ভাঁড়ে মা ভবানীর দশা কলকাতা পুরসভার। ২০২১ সালের সেপ্টেম্বরের পর অবসরপ্রাপ্ত কর্মীরা পাবেন না পেনশন। যদিও মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, দ্রুত সমস্যার সমাধানে নামবে পুরসভা।
২। বাজেট পেশে নিয়ম বদল। এই বছরে বাজেট হতে চলেছে পেপারলেস। ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করেই রাখা হবে বাজেটের সকল নথি।
৩। অম্বানিকে টেক্কা দিলেন গৌতম আদানি। আত্মপ্রকাশ করলেন এশিয়ার ধনীতম ব্যক্তি হিসেবে। বিশ্বে ১১ তম ধনীর তালিকায় ঢুকে পড়লেন তিনি। জানাল ফোর্বস।
৪। অতিমারি আবহেও ফিরছে নন পারফর্মিং অ্যাসেটের টাকা। ফেরত আসছে ঋণের টাকা। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়নি ব্যাঙ্ককে। জানালেন বন্ধন ব্যাঙ্কের কর্ণধার চন্দ্রশেখর ঘোষ।
৫। চা রফতানিতে বড়সড় ধাক্কা খেল দেশ। গত বছর জানুয়ারি থেকে অক্টোবর। এই দশ মাসে ভারত ৯ শতাংশ কম চা রফতানি করে আন্তর্জাতিক বাজারে।
৬। চিন থেকে ভারত আমদানি করেছে প্রায় ১০০ বিলিয়ন ডলারের সামগ্রী। স্মার্টফোন থেকে যন্ত্রপাতি, সার সহ বেশ কিছু পণ্য আমদানি করে চিনের কোষাগারে ঢুকেছে ৯৭.৫২ বিলিয়ন ডলার। প্রকাশিত হয়েছে চিনের একটি রিপোর্টে।
৭। অতিমারির সময় থেকে যেন একলাফে বেড়েছে ডিজিটাল নির্ভরতা। ডিজিটাল মঞ্চে হাজির হয়েছে প্রচুর জানা অজানা অ্যাপ। তারই মধ্যে গুগল বাছাই করল ভারতের সেরা তিনটি অ্যাপ। Evolve, Sortizy এবং Jumping Minds
৮। দীর্ঘ ১৫ বছর পর নাম পাল্টে গেল টাটা স্কাইয়ের। নতুন নামকরণ হল টাটা প্লে। খুব শীঘ্রই ঘোষণা করা হবে টাটা প্লে নেটফ্লিক্স কম্বো প্যাক।
৯। জাঁকিয়ে পড়তে চলেছে শীত। পারদপতন হতে চলেছে ভালোরকম। চলতি বছরে এটাই হতে পারে শীতের সর্বশেষ ব্যাটিং। পূর্বাভাস হাওয়া অফিসের।
১০। শুক্রবারে বাজার বন্ধের সময় নিচের দিকে শেয়ারের সূচক। বিএসই সেনসেক্সের সূচক ৭৬.৭১ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ৫৭,২০০.২৩ পয়েন্টে। নিফটির সূচক ৮.২০ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ১৭,১০১.৯৫ পয়েন্ট। অ্যামাজন, ফেসবুক, নেটফ্লিক্সের শেয়ার সূচক রয়েছে উপরের দিকেই।
ব্যুরো রিপোর্ট