Daily

১। ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে বিশ্বের দ্বিতীয় মূল্যবান আইটি সংস্থা হিসেবে জায়গা পাকা করে নিল টাটা কনসালটেন্সি সার্ভিস। তিন নম্বরে রয়েছে ইনফোসিস। বিশ্বের প্রথম সারির ২৫টি আইটি সংস্থার মধ্যে ৫টি সংস্থাই ভারতীয়।
২। অবশেষে প্রতীক্ষার অবসান। ৭০ বছর পর এয়ার ইন্ডিয়ার যাবতীয় পরিচালনার ভার তুলে নিল টাটা। বদল আসবে ফ্লাইটের বেশ কিছু নিয়মে।
৩। ওমিক্রনের আতঙ্কে ভর করেই থমকে যেতে পারে দেশের আর্থিক বৃদ্ধি। কমে দাঁড়াতে পারে ৯ শতাংশে। পূর্বাভাস দিচ্ছে আইএমএফ। দোসর হিসেবে রয়েছে বিশ্ব বাজারের ঝাপসা ছবিটা।
৪। গাঁটছড়া বাঁধল মাইক্রোসফট এবং টাটা কনসালটেন্সি সার্ভিস। মাইক্রোসফটের ক্লাউড রিটেল পার্টনার হিসেবে যুক্ত হল টিসিএসের নাম।
৫। পলিসি হোল্ডার এবং এজেন্টদের জন্য এলআইসি নিয়ে এলো এক বিশেষ ক্রেডিট কার্ড। আইডিবিআই ব্যাঙ্কের সঙ্গে গাঁটছড়া বেঁধে এলআইসি সিএসএল রুপে ক্রেডিট কার্ডের সুবিধা দিচ্ছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা।
৬। ভারতীয় গাড়ি বাজারে সংকট। মারুতি সুজুকির মত দেশের সর্ববৃহৎ গাড়ি সংস্থাটির লাভের অঙ্ক কমেছে বেশ কিছুটা। লাভের অঙ্ক একধাক্কায় কমেছে ৪৮ শতাংশ।
৭। পরিকাঠামো খাতে বিনিয়োগের জন্য দেশবাসীকে আহ্বান জানালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রী নিতিন গডকড়ী। পরিবর্তে বিনিয়োগকারী পেতে পারেন ৭.৫ শতাংশ থেকে ৮ শতাংশ সুদ। বিনিয়োগের জন্য ন্যূনতম অঙ্ক ধার্য করা হচ্ছে ১ লক্ষ টাকা।
৮। কৃষিজ পণ্য উৎপাদনে শীর্ষে বাংলা। ধান, তিল, মাছ, সব্জির রেকর্ড উত্পাদনে বাংলার মুকুটে বসেছে সেরার সেরা শিরোপা। আলু, পাট, কমলালেবু,মাছ, সব্জি, আম, আনারস উৎপাদনেও রেকর্ড তৈরি করেছে পশ্চিমবঙ্গ।
৯। ৫০০ কোটি টাকা দিয়ে বিজি ইনফোটেক কিনে নিল ইন্ডিয়া মার্ট। ১৯৯৭ সালে পথ চলা শুরু করে বিজি ইনফোটেক বর্তমানে গোটা ভারতেই ছড়িয়ে পড়েছে।
১০। লক্ষ্মীবারে ঝিমিয়ে দালাল স্ট্রিট। বিএসই সেনসেক্সের সূচক ৫৮১.২১ পয়েন্ট নেমে দাঁড়ায় ৫৭,২৭৬.৯৪ পয়েন্টে। নিফটির সূচক ১৬৭.৮০ পয়েন্ট নেমে দাঁড়ায় ১৭,১১০.১৫ পয়েন্টে। সূচক নেমেছে অ্যাপল, অ্যামাজন, ফেসবুকের।
ব্যুরো রিপোর্ট