Daily

১। ধাক্কা খেয়েছে মানুষের ক্রয়ক্ষমতা। দেশে সার্বিকভাবে কমেছে বেচাকেনা। তাই আগামি বাজেটে খুচরো ব্যবসায় ঋণ দেওয়ার আর্জি জানিয়েছে বণিকমহল।
২। দেশে স্মার্টফোনের বাজারে এগিয়ে রইল শাওমি। টেক্কা দিল স্যামসাং, ভিভো, রিয়েলমি, ওপ্পোর মত একাধিক সংস্থাকে। ২০২১ সালে ভারতে স্মার্টফোনের বাজার বৃদ্ধি পেয়েছে ১২ শতাংশ।
৩। দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউ আর ওমিক্রনের আতঙ্ক। জোড়া ফলায় ধাক্কা খেয়েছে দেশের আর্থিক কর্মকাণ্ড। আটকাতে পারে দেশের আর্থিক বৃদ্ধির চাকা। পূর্বাভাস দিল আইএমএফ।
৪। অতিমারির ঝাপটায় বিপর্যস্ত অটোমোবাইল শিল্প। কমেছে বিক্রি। মূল্যবৃদ্ধি হয়েছে কাঁচামালের। তাই সুরাহা পেতে আসন্ন বাজেটের উপরেই ভরসা রাখছে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি।
৫। বাতিল করা হল ১১৫৫টি ট্রেন। ট্রেন অধিকাংশই বাতিল করা হয়েছে পশ্চিমবঙ্গ, অসম, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং মহারাষ্ট্রের রুটের। ঘন কুয়াশার জেরেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত।
৬। ঋণে জর্জরিত ফিউচার রিটেলের সঙ্গে অ্যামাজনের চুক্তি আরো জটিলতা পেল । ঋণের বোঝা হাল্কা করতে অ্যামাজনের কাছে ৩৫০০ কোটি টাকার আর্থিক সাহায্য চায় ফিউচার রিটেল। যদিও অ্যামাজনের থেকে কোন ইঙ্গিত না পেয়ে সংকটে ফিউচার রিটেল।
৭। করোনা আবহে অনিশ্চয়তায় মানুষের রোজগার। সঞ্চয়ের দিকে আগ্রহ বেড়েছে মানুষের। বিনিয়োগেও লক্ষ্য করা গিয়েছে আগ্রহ। জানাল স্টেট ব্যাঙ্কের একটি নয়া সমীক্ষা।
৮। পদ্মভূষণ সম্মানে ভূষিত হলেন সিলিকন ভ্যালির দুই ভারতীয়। গুগল সিইও সুন্দর পিচাই এবং মাইক্রোসফট সিইও সত্য নাদেলাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়।
৯। কেটেছে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব। জাঁকিয়ে পড়বে ঠাণ্ডা। কয়েকদিনের মধ্যেই রাজ্যে মালুম হবে শীতের কামড়। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
১০। সপ্তাহের তৃতীয় দিনে আশা দেখাল দালাল স্ট্রিট। বিএসই সেনসেক্সের সুচক ৩৬৬.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৭,৮৫৮.১৫ পয়েন্টে। নিফটিড় সূচক ১২৮.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭,২৭৭.৯৫ পয়েন্টে। তবে অ্যাপল, অ্যামাজন, ফেসবুক, নেটফ্লিক্সের শেয়ার সূচক রয়েছে নিচের দিকেই।
ব্যুরো রিপোর্ট