Daily

১। বিদেশি অনুদানের জন্য শীর্ষ আদালতের ছাড়পত্র পেল না মিশনারিজ অফ চ্যারিটি সহ ছ’হাজার এনজিও। লাইসেন্স পুনর্ণবীকরণের জন্য কেন্দ্রের তরফ থেকে পাওয়া গেল না গ্রিন সিগন্যাল।
২। রাজ্য সরকারের সঙ্গে হাত মেলাল লারসেন অ্যান্ড টুবরো। বন্যা প্রতিরোধের জন্য কাজ করবে হাওড়া এবং হুগলীর বিস্তীর্ণ এলাকায়।
৩। ভারতের বাজারে ধাক্কা খেল নেটফ্লিক্স। একধাক্কায় নেটফ্লিক্সের বাজারদর কমল ৪৫ বিলিয়ন ডলার। সাবস্ক্রিপশনের হার কমেছে ৫০ শতাংশ।
৪। অ্যান্ড্রয়েডের সঙ্গে কড়া প্রতিযোগিতায় নামার ভাবনাচিন্তা করছে কেন্দ্র। দেশীয় প্রযুক্তিতে তৈরি করতে চাইছে অপারেটিং সিস্টেম। লক্ষ্যপূরণের জন্য নয়া নীতি আনতে চাইছে কেন্দ্রীয় সরকার।
৫। লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে কাঁচামালের। তার প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে বস্ত্রশিল্পে। দাম বাড়তে পারে সূতির পোশাকের। প্রভাব পড়বে রফতানিতেও।
৬। প্রতীক্ষার অবসান। প্রজাতন্ত্র দিবসের পরদিনই টাটার হাতে উঠে আসবে এয়ার ইন্ডিয়ার সম্পূর্ণ পরিচালনার ভার। বাকি থাকা কাজ শেষ হয়ে যাবে বুধবারের মধ্যেই।
৭। এবার দৈনিক আর্থিক লেনদেনের সর্বোচ্চ সীমা বেঁধে দিল গুগল পে। নতুন নিয়ম অনুযায়ী, একদিনে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পাঠানো যাবে গুগল পে-এর মাধ্যমে। দিনে আর্থিক লেনদেন করা যাবে সর্বোচ্চ দশ বার।
৮। পর্যটনকেন্দ্রগুলিকে চাঙ্গা করতে উদ্যোগী হল রেল। দীঘা কান্ডারী এক্সপ্রেসে লাগানো হল জার্মান প্রযুক্তিতে তৈরি এলএইচবি কোচ। যা পর্যটকদের অনেকটাই স্বাচ্ছন্দ দেবে বলে মনে করা হচ্ছে।
৯। শেয়ার বাজারে ওলা ইলেকট্রিকের বাজারদর পৌঁছল ৫ বিলিয়ন ডলারে। লগ্নিকারিদের থেকে ওলা ইলেকট্রিক সংগ্রহ করল ১৪৯০ কোটি টাকা। এই অর্থ ব্যবহার করা হবে ওলা ফিউচার ফ্যাক্টরিতে।
১০। বাজার বন্ধের সময় সূচক বৃদ্ধি শেয়ার বাজারে। বিএসই সেনসেক্সের সূচক ৩৬৬.৬৪ পয়েন্ট উঠে দাঁড়াল ৫৭,৮৫৮.১৫ পয়েন্টে। বাড়ল নিফটির সূচক। ১২৮.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭,২৭৭.৯৫ পয়েন্টে। আশা দেখাচ্ছে অ্যামাজন, অ্যাকসেঞ্চার, ফেসবুক।