Daily

১। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পাড়ায় শিক্ষালয়ের শুভ সূচনা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে চালু হবে পাড়ায় শিক্ষালয়। যেখানে শুধু পঠনপাঠনই নয়। সাংস্কৃতিক কর্মকাণ্ড শেখানো, শিল্প ও নৈপুণ্যে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি লক্ষ্য রাখা হবে শিশুদের মানসিক বিকাশের দিকটিও।
২। প্রয়াত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় কলকাতার বাসভবনে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
৩। কনটেন্ট ক্রিয়েটরদের আয় নিশ্চিত করছে ইন্সটাগ্রাম। চালু হচ্ছে সাবস্ক্রিপশন ফিচার। মানিটাইজেশন পদ্ধতি নিয়ে আসার ফলে কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের পথ অনেকটাই চওড়া হল বলে মনে করছেন টেক বিশ্লেষকরা।
৪। আন্তর্জাতিক বাজারে শসা রফতানি করে শীর্ষে পৌঁছল ভারত। ১,২৩,৮৪৬ মেট্রিক টন শসা রফতানি করে আয়ের অঙ্ক পৌঁছে গিয়েছে ১১৪ মিলিয়ন ডলারে। একইসঙ্গে ক্ষীরা রফতানিতে রেকর্ড গড়েছে বেনজির। লাভবান হয়েছেন ৯০ হাজার চাষি।
৫। কর্মসংস্থানের চাহিদা পূরণ করতে আসরে নেমে পড়ল মোদী সরকার। হাতিয়ার করল প্রধানমন্ত্রীর ওয়াইফাই হটস্পট প্রকল্পকে। যার দরুন ২ কোটি মানুষ পেতে পারেন কর্মসংস্থানের সুযোগ।
৬। ভারতে ক্রমশই বাড়ছে স্টার্ট আপ ব্যবসা। ২০২১ সালে ২ হাজারের বেশি স্টার্ট আপ সংস্থা সাফল্যের সঙ্গে শুরু করেছে পথ চলা। যা ২০২০ সালের চেয়ে অনেকটাই বেশি। জানালো ন্যাসকমের সমীক্ষা।
৭। নতুন নিয়ম চালু করল পোস্ট অফিস। এবার থেকে অ্যাকাউন্ট বন্ধ করার জন্য পাসবুক জমা বাধ্যতামূলক করল পোস্ট অফিস। সব ধরণের স্কিমের ক্ষেত্রে এই নিয়ম লাগু করা হবে বলে পোস্ট অফিস সূত্রে জানানো হয়েছে।
৮। বিশ্ব বাজারে চোখ রাঙাচ্ছে অশোধিত তেলের দাম। করোনা আবহে আবারো মূল্যবৃদ্ধির সম্ভাবনা। প্রমাদ গুনছে দেশবাসী।
৯। চলতি অর্থবর্ষে তৃতীয় ত্রৈমাসিকে ব্যপক লাভ করল রিলায়েন্স। লাভের পরিমাণ দাঁড়িয়েছে ১৮,৫৪৯ কোটি টাকায়। সবচেয়ে বেশি লাভের মুখ দেখিয়েছে রিটেল, টেলিকম, রিফাইনিংয়ের মত ব্যবসা।
১০। টানা ৫ দিন নিচের দিকে রইল শেয়ার বাজারের সূচক। বিএসই সেনসেক্সের সূচক ১৫৪৫.৬৭ পয়েন্ট নেমে দাঁড়াল ৫৭,৪৯১.৫১ পয়েন্টে। পাল্লা দিয়ে নেমেছে নিফটির সূচক। ৪৬৮.০৫ পয়েন্ট নেমে নিফটি দাঁড়িয়েছে ১৭,১৪৯.১০ পয়েন্টে। হতাশ করেছে বাজাজ ফাইনান্স, টেক মাহিন্দ্রা, টাটা স্টিল, অ্যাপল, অ্যামাজনের মত একাধিক সংস্থার শেয়ার। লগ্নিকারিরা হারালেন ৯ লক্ষ ১৫ হাজার কোটি টাকার সম্পদ।
ব্যুরো রিপোর্ট