Daily

১। আন্তর্জাতিক স্বীকৃতি পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রীর মত একাধিক উন্নয়নমূলক প্রকল্পের জন্য ১ হাজার কোটি টাকা অর্থ সাহায্য করতে চলেছে বিশ্বব্যাঙ্ক। সেই মর্মে চিঠিও এসে পৌঁছেছে রাজ্য সরকারের কাছে।
২। ভুয়ো রেশনকার্ড ব্লক করতে তৎপর হল খাদ্য দফতর। প্রায় দেড় কোটি ভুয়ো রেশনকার্ডের খবর পেয়েই ব্লক করার কাজে নেমেছে খাদ্য দফতর। ভুয়ো কার্ডের জন্য রাজ্য সরকারের ক্ষতির অঙ্ক বছরে পৌঁছে গিয়েছিল প্রায় ১৮০০ কোটি টাকা।
৩। স্কুল খুলতে চাইছে শিক্ষা দফতর। সেই মর্মে চিঠিও পাঠানো হয়েছে মুখ্যসচিবের কাছে। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলার ভাবনায় শিক্ষা দফতর।
৪। এবার থেকে রেশন দোকানেই পাওয়া যাবে সিলিন্ডার। পাওয়া যাবে ভর্তুকি। ঘরে ঘরে সিলিন্ডার পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কেন্দ্রের এই সিদ্ধান্ত।
৫। মন্দা আবহেও চাঙ্গা জেমস এন্ড জুয়েলারি। গ্রহরত্ন এবং গয়না রফতানিতে রেকর্ড ভারতের। ২০২১ এর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যায়ে রফতানি ৫.৭৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৯.০৮ বিলিয়ন ডলার।
৬। দুশ্চিন্তার মেঘ আবাসন শিল্পে। বালি, সিমেন্ট সহ অন্যান্য কাঁচামালের দাম লাফিয়ে বাড়তে থাকায় ফ্ল্যাট বা আবাসনের দাম বাড়তে পারে ভালোরকম। মনে করছে আবাসন শিল্পের সংগঠন ক্রেডাই।
৭। বৈদ্যুতিক গাড়ি বাজারকে চাঙ্গা রাখতে ঋণের সুবিধা দিতে আর্জি জানানো হল কেন্দ্রের কাছে। বাড়তে পারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি। নীতি আয়োগ মারফৎ সুপারিশ জানানো হয়েছে কেন্দ্রের কাছে।
৮। আমদানি শুল্ক কমিয়ে ভারতে গাড়ি বিক্রি করতে চাইছে টেসলা। এদিকে কেন্দ্র চাইছে ভারতে টেসলাকে গাড়ির যন্ত্রাংশ তৈরি করতে হবে। স্বাভাবিকভাবেই ভারতের গাড়ি বাজারে অনিশ্চয়তা রেখে গেল টেসলা।
৯। দেশে সেমিকন্ডাক্টর তৈরিতে উদ্যোগী কেন্দ্র। বৈদ্যুতিন এবং তথ্য মন্ত্রণালয় সূচনা করল চিপস টু স্টার্টআপ বা সিটুএস প্রকল্পের। মনে করা হচ্ছে, এর ফলে গোটা বিশ্বে ভারত সেমিকন্ডাকটর তৈরিতে চলে আসবে সামনের সারিতে।
১০। শনিবারে ঝিমিয়ে দালাল স্ট্রিট। বিএসই সেনসেক্সের সূচক ৪২৭.৪৪ পয়েন্ট কমে দাঁড়াল ৫৯,০৩৭.১৮ পয়েন্টে। নিফটি ১৩৯.৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭,৬১৭.১৫ পয়েন্টে। অ্যাপল, ফেসবুক এবং অ্যামাজনের শেয়ার সূচক রইল নিচের দিকেই।
ব্যুরো রিপোর্ট