Daily

১। অতিমারির তৃতীয় থাবায় আবারো সংকটে পর্যটন শিল্প। রুজি রুটি হারানোর আশঙ্কায় ভুগছে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত বহু মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এককালীন আর্থিক সাহায্যের আর্জি জানালো পর্যটন সংস্থাগুলি।
২। আবারো মাথা চাড়া দিচ্ছে খাদ্যপণ্যের দাম। গত ডিসেম্বরে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার ছুঁয়েছে ৯.৫৬ শতাংশ। খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পেলে আবারো মানুষের কাছে খাদ্যের নিরাপত্তা নিয়ে সংকট তৈরি হবে। সতর্কবার্তা রাষ্ট্রপুঞ্জের।
৩। সংকট কাটছে না গাড়ি বাজারে। অভাব রয়েছে যন্ত্রাংশ এবং সেমিকন্ডাকটর সরবরাহে। দু’চাকার গাড়ি বিক্রি নেমেছে একেবারে তলানিতে। সিঁদুরে মেঘ দেখছে গাড়ি শিল্প।
৪। ফের বাড়ছে কেওয়াইসি-র নামে জালিয়াতি। মোবাইলে আসা কেওয়াইসির আপডেট লিঙ্কে ক্লিক করলেই উধাও হচ্ছে টাকা। ইতিমধ্যেই গ্রাহকদের এই বিষয়ে সচেতন করছে বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সাফ জানানো হয়েছে, মোবাইলের মাধ্যমে ব্যাঙ্ক কেওয়াইসি আপডেট করার কথা বলে না।
৫। ফের চিন্তার ভাঁজ পড়ল সাধারণ মানুষের কপালে। দেশজুড়ে আবারো বাড়ল সর্ষের তেলের দাম। সূত্রের খবর, তৈলবীজের সরবরাহে টান পড়ার কারণেই দাম বাড়ল সর্ষের তেলের।
৬। করোনা আতঙ্কের মধ্যেও সপ্তাহের শুরুতে চাঙ্গা রইল শেয়ার বাজার। বিএসই সেনসেক্সের সূচক ৮৫.৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়াল ৬১,৩০৮.৯১। পাল্লা দিয়ে বেড়েছে নিফটির সূচক। সূচক ৫২.৩৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৮,৩০৮.১০ পয়েন্টে। সূচক ঊর্ধ্বমুখী অ্যাপল, অ্যামাজন, মাইক্রোসফটের।
৭। মার্চের প্রথম সপ্তাহ থেকেই ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ কর্মসূচি শুরু করতে চাইছে কেন্দ্র। জানুয়ারি মাসেই ১৫ থেকে ১৮ বছর বয়সীদের প্রথম ডোজ টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। প্রায় ৪২ লক্ষেরও বেশি কিশোর কিশোরী প্রথম ডোজ নিয়েছে বলে দাবি করা হয়েছে।
৮। ডায়মন্ড হারবার নিয়ে উচ্ছ্বসিত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানালেন, ডায়মন্ড হারবারে সংক্রমণের হার নামল ৩ শতাংশের নীচে।
৯। ছন্দে ফিরছে শীত। কাটছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সতর্কতা না থাকলেও উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি।
১০। সামনেই দেশে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। করোনা পরিস্থিতির দিকে তাকিয়ে ২২ জানুয়ারি পর্যন্ত সব ধরণের জমায়েত, পদযাত্রা বা মিছিল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তবে অডিটোরিয়ামে অর্ধেক আসন নিয়ে প্রচারসভা করা যাবে।
ব্যুরো রিপোর্ট