Daily

১। সপ্তাহের শেষ দিনে চাঙ্গা থাকল দালাল স্ট্রিট। বিএসই সেনসেক্সের সূচক ১৪২.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়াল ৫৯,৭৪৪.৬৫ পয়েন্টে। সঙ্গে দিয়ে বেড়েছে নিফটির সূচক। ৬৬.৮০ পয়েন্ট বেড়ে সূচক পৌঁছল ১৭,৮১২.৭০ পয়েন্টে। বাজার ধরে রাখল অ্যামাজন, অ্যাপল, মাইক্রোসফট। সূচক নেমেছে ফেসবুক, অ্যালফাবেট এবং টেসলার।
২। তৃতীয় বৃহত্তম অর্থনীতির পথে ভারত। আইএইচএস মার্কিটের রিপোর্ট বলছে, যে গতিতে ভারতের জিডিপি দ্রুত এগিয়ে চলেছে তাতে ২০৩০ সালের মধ্যে ভারতের জিডিপি পৌঁছবে ৮.৪ লক্ষ কোটি ডলারে। টেক্কা দেবে জাপানকেও।
৩। গ্রাহকদের জন্য স্বস্তির খবর আনল এসবিআই। এখন থেকে আইএমপিএস সিস্টেমে গ্রাহক টাকা পাঠাতে পারবেন ৫ লক্ষ টাকা পর্যন্ত। আর এই পরিষেবার জন্য গ্রাহকের কোন আলাদা খরচাও হবেনা। পরিষেবা পাওয়া যাবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে।
৪। করোনার ধাক্কা সামলাতে প্রস্তুত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। কিভাবে ব্যাঙ্কিং শিল্প দেশে বড় রকম ভূমিকা নিতে পারে এবার সেই উদ্দ্যেশ্যেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক সারলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাড়তি নজর রয়েছে খুচরো, কৃষি এবং ছোট শিল্পে।
৫। তামাক এবং তামাকজাত দ্রব্যের উপর থেকে কর কমানোর আর্জি জানাল বণিকসভা। আগামী মাসেই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রের তরফ থেকে অবশ্য এই বিষয়ে এখনো কিছুই খোলসা করা হয়নি।
৬। তবে কি ভাড়া বাড়ছে রেলের? টিকিট কাটলে এবার থেকে যাত্রীদের ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেশি ভাড়া দিতে হবে। স্টেশনগুলির আধুনিকীকরণ এবং উন্নতমানের পরিষেবা পাওয়ার জন্যই এই বাড়তি টাকা নেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে বোর্ড।
৭। গঙ্গাসাগরে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। গ্রিন সিগন্যাল পাওয়ায় খুশি ব্যবসায়ীরা। পুণ্যার্থীদের কাছে কোভিড বিধি মেনে মেলা চলার আর্জি জানিয়েছেন ব্যবসায়ীরা।
৮। দক্ষিণের পর এবার উত্তর। রয়্যাল বেঙ্গল টাইগারের পর এবার চিতাবাঘ। কোচবিহারে আতঙ্ক ছড়াল চিতাবাঘের। বাঘের আতঙ্কে কার্যত শুনশান হয়ে পড়েছে গোটা এলাকা।
৯। করোনা জোরালো কামড় বসাল রেলে। পূর্ব রেল সূত্রে খবর, এক সপ্তাহের মধ্যে ১ হাজারেরও বেশি রেলকর্মী আক্রান্ত হয়েছেন করোনায়। তাঁদের অনেকেই এখন রয়েছেন হোম আইসোলেশনে।
১০। পশ্চিমী ঝঞ্ঝার জেরে এবার থমকে গেল শীত। বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহ থেকেই। ১১ তারিখ থেকে বৃষ্টি হতে পারে রাজ্যে। পূর্বাভাস হাওয়া অফিসের।
ব্যুরো রিপোর্ট