Daily

১। লক্ষ্মীবারে শেয়ারের সূচক নিচের দিকে থাকলেও শুক্রবারে ঘুরে দাঁড়াল দালাল স্ট্রিট। বাজার বন্ধের সময় বিএসই সেনসেক্সের সূচক রইল উপরের দিকেই। সূচক ১৪২.৮১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৯,৭৪৪.৬৫ পয়েন্টে। পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী নিফটি। নিফটির সূচক ৬৬.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭,৮১২.৭০ পয়েন্টে। তবে অ্যাপল, অ্যামাজন, অ্যালফাবেট, মাইক্রোসফটের শেয়ার রইল নিচের দিকেই।
২। মোবাইল বাজারে ধাক্কা খেল শাওমি। আমদানি শুল্ক ফাঁকির অভিযোগে চিনা মোবাইল সংস্থা শাওমি-কে ৬৫৩ কোটি টাকার করের নোটিস পাঠাল কেন্দ্র। কেন্দ্রকে সমস্তরকম নথি ও তথ্য দিয়ে সাহায্য করতে প্রস্তুত শাওমি।
৩। বেহাল অবস্থা গাড়ি শিল্পে। অক্সিজেন জোগাতে বাজারে নিজের জায়গা পাকা করতে চলেছে বৈদ্যুতিক গাড়ি। পরিসংখ্যান বলছে, বিক্রিবাটার ক্ষেত্রে একবছরেরই পনেরো বছরের রেকর্ড ব্রেক করবে এই বৈদ্যুতিক গাড়ির ব্যবসা।
৪। বিশ্ববাজারে হাইজাম্প অপরিশোধিত তেলের। ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম পৌঁছল ৮০ ডলারে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি আবারো বাড়তে চলেছে জ্বালানির দাম? চলছে জোর জল্পনা।
৫। লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। মূল্যায়ন সংস্থাগুলির আশঙ্কা, জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে কমতে পারে জিডিপি। সেই কারণেই বাজেটে পরিকাঠামোয় সরকারি বিনিয়োগ অব্যাহত রাখা, জিএসটি-সহ বিভিন্ন বিষয়ে জটিলতা কমানোর আর্জি জানিয়েছেন সিআইআইয়ের প্রেসিডেন্ট টি ভি নরেন্দ্র।
৬। ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন্দ্রকে চরম সিদ্ধান্ত নিতে নিষেধ করল মানিটারি পলিসি কমিটি। তার অন্যতম প্রধান কারণ, ভারতে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেন অনেকেই। মনে করা হচ্ছে, সংসদে শীতকালীন অধিবেশনে ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিল আনার কথা কেন্দ্রের। যার ফলে গোটা দেশেই নিষিদ্ধ হতে পারে এই ক্রিপ্টোকারেন্সি।
৭। এবার পোস্ট অফিস থেকেই কাটা যাবে রেলের টিকিট। পরিষেবা শুরু হবে উত্তরপ্রদেশ থেকে। শুক্রবার থেকে এই পরিষেবা পাওয়া গেলেও ক্রমশ গোটা দেশেই চালু হবে ডাকঘর থেকে রেলের টিকিট কাটার সুবিধা।
৮। আবারো চিনকে টেক্কা দিতে তৈরি ভারত। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি জানিয়েছে, ২০২৬ সালের মধ্যে ইথানলের বাজার দাপিয়ে বেরাবে ভারত। আমেরিকা এবং ব্রাজিলের পরে ইথানলের বাজারে চিনকে গোল দিয়ে ভারত উঠে আসবে তৃতীয় স্থানে।
৯। ভিড় নিয়ন্ত্রণ করে গঙ্গাসাগর মেলা করার পক্ষে রায় দিল কলকাতা হাইকোর্ট। তৈরি করা হয়েছে তিন সদস্যের একটি কমিটি। করোনা বিধি মেনে মেলা হবে কিনা তার দিকেই নজর রাখবেন তাঁরা।
১০। আবারো ধাক্কা খেল শীত। বাড়তে পারে তাপমাত্রা। বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে জলীয় বাষ্প। দোসর পশ্চিমি ঝঞ্ঝা। তার জেরেই মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। পূর্বাভাস হাওয়া অফিসের।
ব্যুরো রিপোর্ট