Daily

১. মঙ্গলেও পাল্লা ভারী শেয়ার বাজারের। বিএসইতে সেনসেক্স ৪৭৭.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়াল ৫৭,৮৯৭.৪৮-এ। পাল্লা দিয়ে বাড়ল নিফটি। ১৪৭ পয়েন্ট বেড়ে নিফটি পৌঁছে গেল ১৭,২৩৩.২৫-এ। কয়েক সপ্তাহ বাদে পারফর্ম্যান্স ধরে রাখল অ্যাপেল, ফেসবুক। যথারীতি কিনারে পড়ে থাকল অ্যামাজন।
২. নতুন বছরে কলকাতা, নিউটাউনের সঙ্গে দৌড়ে পা মেলাবে দুর্গাপুরের গোপালপুর, হুগলির পাণ্ডুয়াও। রাষ্ট্রায়ত্ত সংস্থা গেলের পাইপলাইন প্রকল্পের মাধ্যমে রাজ্যে প্রাকৃতিক গ্যাস জোগানের পথ ফের খুলছে। ইতিমধ্যে কয়েকটি সিএনজি স্টেশন চালু করেছে সংস্থাগুলি। চলছে বাড়িতে গ্যাস জোগানের জন্য পাইপলাইন পরিকাঠামো তৈরির কাজ।
৩. কেন্দ্রের লক্ষ্যে জৈব জ্বালানি গাড়ি। সম্প্রতি সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী টুইটে এই কথা জানিয়েছেন। দূষণ কমানো, চড়া তেলের দাম থেকে সুরাহা পেতে এবং আমদানি নির্ভরতা কমানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। শুল্ক ছাঁটাইয়ের পরে পেট্রল-ডিজ়েলের দাম রেকর্ড উচ্চতা থেকে নামলেও এখনও রয়েছে যথেষ্ট চড়া। এই পরিস্থিতিতে বিকল্প জ্বালানিতেই জোর দিচ্ছে কেন্দ্র।
৪. বিমানের জ্বালানি সহ সংস্থা পরিচালন খাতে খরচ বেড়ে যাওয়ায় ছোট-বড় একাধিক বিমান সংস্থায় নেমে এসেছে সংকট। আশার আলো দেখালেন রাকেশ ঝুনঝুনওয়ালা। স্বপ্নের উড়ান আকাশের সঙ্গে সংস্কার আনবেন জেট এয়ারওয়েজে। ফলে বিমান চালক থেকে সেবিকা- সবার মধ্যেই তৈরি হল আশার আলো। নতুন মডিউলের প্রস্তুতিতে নেমে পড়ল ঝুনঝুনওয়ালার আকাশ।
৫. কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের কাছে জমা পড়ল ৩৯টি বণ্টন সংস্থা খসড়ার প্রস্তাব। চলতি বছরে কেন্দ্র এই প্রকল্পে ৯৭,৬৩১ কোটি টাকা ভর্তুকি দেবে। আগামী ২০২৪-২৫ অর্থবর্ষে বাণিজ্যিক ক্ষতি কমিয়ে ১২ থেকে ১৫ শতাংশে নিয়ে আসাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
৬. সেকেন্ডারি মার্কেট থেকে ৮,৭১০ কোটি টাকার সরকারি সিকিউরিটি বিক্রি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অতিরিক্ত অর্থ সংগ্রহের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে RBI। এর ফলে সুদের হারে নিয়ন্ত্রণ আনা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
৭. দীর্ঘ ছ’দিনের লুকোচুরির অবসান। ঘুম পাড়ানি বন্দুকে কাবু হয়ে খাঁচাবন্দি হল দক্ষিণরায়। ঘুম ভাঙতেই খাঁচায় নদী দেখতে দেখতে পাড়ি দিলেন বনি ক্যাম্পের দিকে।
৮. করোনা আক্রান্ত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার রাতেই তিনি নিজের শারীরিক পরীক্ষা করান। সেখানে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আপাতত বাতিল দাদাগিরির শ্যুটিং।
৯. দেশে ক্রমশ মাথা চাড়া দিয়ে উঠছে ওমিক্রন আতঙ্ক। এই মুহুর্তে ৬৫৩ জন ওমিক্রনে আক্রান্ত। ইতিমধ্যেই দিল্লি ও মহারাষ্ট্রে জারি হয়েছে নাইট কার্ফু। উদ্বিগ্ন প্রশাসন।
১০. পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ থেকে বাংলার বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বর্ষা। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়। বাদ নেই কলকাতাও। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বাড়তে পারে তাপমাত্রা।
ব্যুরো রিপোর্ট