Daily

১. বছরের শেষ সপ্তাহের শুরুতেই আশা দেখাল শেয়ার বাজার। বিএসইতে সেনসেক্সের সূচক একলাফে ২৯৫.৯৩ পয়েন্ট বেড়ে পৌঁছে গেল ৫৭,৪২০.২৪ পয়েন্টে। একইভাবে কামাল দেখাল নিফটি। ৮২.৫০ পয়েন্ট বেড়ে নিফটি পৌঁছাল ১৭০৮৬.২৫-এ। দাপট অব্যাহত অ্যাপেল, অ্যামাজন, ফেসবুকের।
২. আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম নিম্নমুখী হলেও দেশে এখনও চড়া পেট্রোপণ্যের মূল্য। পেট্রোপণ্যের দাম ব্যারেল প্রতি ১১ ডলার কমলেও, তার কোন প্রভাব পড়েনি ভারতে। ফলে চড়া দামে পেট্রল-ডিজেল কিনতে গিয়ে এখনো নাজেহাল অবস্থা আমজনতার।
৩. নতুন বছরেই জিএসটি বিধি পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। জাল বিলিং রোধের জন্য এই নয়া পদক্ষেপ নিতে চলেছে মোদী ক্যাবিনেট। জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই লাগু হবে নয়া নিয়ম।
৪. নতুন বছরেই বড় ক্ষতির মুখে পড়তে পারেন অনলাইন ব্যবসায়ীরা। বদল আসছে RBI এর টোকেনাইজেশন পলিসিতে। এক ধাক্কায় ব্যবসায়ীদের ক্ষতির অঙ্ক নামতে পারে ৪০ শতাংশে। অনলাইন ব্যবসায়ীরা তাঁদের আয়ের ২০-৪০ শতাংশ হারাতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
৫. নতুন বছরে বিপুল অর্থনৈতিক বৃদ্ধির পথে হাঁটতে পারে ভারত। জিডিপির বিচারে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার সম্ভাবনা। টেক্কা দিতে পারে ব্রিটেন এবং ফ্রান্সকেও। দেশে র্যাপিড ভ্যাক্সিনেশনের প্রভাবেই ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। মত বিশেষজ্ঞদের।
৬. নতুন বছরে একাধিক রদ বদল হতে চলেছে ব্যাঙ্কিং পরিষেবার। কেওয়াইসি আপডেট করা না হলে সিজ হতে পারে অ্যাকাউন্ট। রিজার্ভ ব্যাঙ্কের তরফে এবার কেওয়াইসি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে৷
৭. ক্রিপ্টোকারেন্সির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে RSS ঘনিষ্ঠ স্বদেশি জাগরণ মঞ্চ। নয়া এই বিলে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ঠিক কী সিদ্ধান্ত হবে তার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। নয়া এই বিলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন একটি ক্রিপ্টোকারেন্সি আনা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
৮. ২২ জানুয়ারি হচ্ছে না হাওড়ার পুরভোট। তবে বিধাননগর, আসানসোল, চন্দননগর এবং শিলিগুড়িতে ভোট হবে ঐ দিনেই। মঙ্গলবার ঘোষণা করা হবে ভোটের বিজ্ঞপ্তি। জানাল রাজ্য নির্বাচন কমিশন।
৯. পুলিশের জালে আটক আমডাঙ্গা কাণ্ডের আরও ৪। পুলিশের জালে একেবারে হাতেনাতে ধরা পড়লো দুষ্কৃতীরা। আগেই পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা রঘু বেদ নামে এক অভিযুক্তকে ইতিমধ্যেই নিজেদের হেফাজতে এনেছিল পুলিশ। এবার পুলিশের হাটে গ্রেফতার হল আরো চার। অভিযুক্তদের বারাসাত আদালতে তোলা হয়েছে।
১০. শীতের দাপুটে ব্যাটিং থামিয়ে দিল পশ্চিমী ঝঞ্ঝা। বছর শেষের মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা কয়েকদিন চলতে পারে বৃষ্টি। এমনকি, বাড়তে পারে রাতের তাপমাত্রাও। ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস।
ব্যুরো রিপোর্ট