Daily

১. বড়দিনেও মুখ ভার থাকল দালাল স্ট্রিটের। বিএসইতে সেনসেক্স একধাক্কায় ১৯০.৯৭ পয়েন্ট কমে দাঁড়াল ৫৭১২৪.৩১। পাল্লা দিয়ে নামল নিফটি। ৬৮.৮৫ পয়েন্ট কমে নিফটি পৌঁছল ১৭০০৩.৭৫। মন্দার বাজারে আশা জিইয়ে রাখল অ্যাপল, অ্যামাজন ও ফেসবুক। ধরাশায়ী হল এমফেজ এনার্জি।
২. নতুন বছর আসতে বাকি আর মাত্র সাত দিন। চলতি বছরের বাকি সাত দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এমনকি, নতুন বছরের দু’দিন অর্থাৎ ১লা ও ২রা জানুয়ারি ব্যাঙ্ক পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে ডিজিটাল ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই ভিত্তিক পরিষেবা (ইউপিআই) স্বাভাবিক থাকবে।
৩. পোশাকে উপর জিএসটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ১ হাজার টাকা পর্যন্ত পোশাকের উপরে জিএসটি ৫% থেকে ১২% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তার জেরেই কেন্দ্রের বিরুদ্ধে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক উপদেষ্টা অমিত মিত্র।
৪. নতুন বছরে রেস্তোরাঁর পরিবর্তে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ Zomato ও Swiggy থেকে নেওয়া হবে জিএসটি। এমনই সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল। ফলে অনলাইনে খাবার অর্ডার করা ব্যয়বহুল হতে পারে, মত গ্রাহকদের।
৫. শেয়ার বাজারে চড়াই উতরাই থাকা সত্ত্বেও ৫০ শতাংশের বেশি রিটার্ন দিচ্ছে গ্র্যাভিটা ইন্ডিয়া। এই শেয়ার বিনিয়োগকারীদের ১ বছরে প্রায় ২০০ শতাংশ রিটার্ন দিয়েছে। ভবিষ্যতে গ্র্যাভিটা ইন্ডিয়ার শেয়ারদর আরো বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
৬. গ্রাহকদের জন্য খুশির খবর নিয়ে এলো এসবিআই। এখন থেকে YONO অ্যাপের মাধ্যমে SBI agriculture gold loan পেতে পারেন গ্রাহকেরা। ৭ শতাংশের কম সুদে লোন দিচ্ছে এই সংস্থা। পাশাপাশি, খুব সহজে লোন পরিশোধও করতে পারবেন গ্রাহকেরা।
৭. সমস্ত আইন মেনে প্রিয়নে থাকা ক্যাটামারান-এর অংশীদারিত্ব কিনে নেবে অ্যামাজন। প্রিয়ন বিজনেস সার্ভিসেস প্রাইভেট লিমিটেড অ্যামাজন অধিগ্রহণ করবে ক্যাটামারানের সঙ্গে যৌথ উদ্যোগে । তবে, CCI আবেদন মঞ্জুর করলেই প্রিয়ন-এর সম্পূর্ণ মালিক হবে অ্যামাজন।
৮. মুম্বইগামী একাধিক ট্রেন বাতিল করল ভারতীয় রেল। বিলাসপুরে কাজ চলছে নন-ইন্টারলকিং ডিভিশনে। তার দরুন আগামী পয়লা জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ট্রেনগুলি।
৯. বড়দিনের উৎসবের আবহে মাথাচাড়া দিয়ে উঠছে ওমিক্রন আতঙ্ক। এখনও পর্যন্ত সারা দেশে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৪১৫ জন। তবে, নতুন বছরে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের।
১০. রাজ্যে ফের নিম্নচাপের ইঙ্গিত। বছর শেষে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। জানালো আবহাওয়া দফতর। পাল্টাতে পারে রাতের তাপমাত্রাও।
ব্যুরো রিপোর্ট