Daily

১. গতি নেই শেয়ার বাজারে। বিএসইতে সেনসেক্স একধাক্কায় ১৯০.৯৭ পয়েন্ট কমে দাঁড়ালো ৫৭,১২৪.৩১-এ। পাল্লা দিয়ে ভাটা নেমেছে নিফটিতেও। ৬৮.৩৫ পয়েন্ট কমে সূচক পৌঁছল ১৭,০০৩.৭৫-এ। মন্দার বাজারে নিজেদের দাপট ধরে রাখল অ্যাপল, অ্যামাজন, ফেসবুক ও অ্যালফাবেট।
২. বড়দিনের আগে হাসি ফেরাল না পেট্রোল-ডিজেলের দাম। হাফ সেঞ্চুরি পার হয়ে গেলেও এখনও অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দাম। ভ্যাট কমলেও কলকাতা শহরে পেট্রোলের দাম পৌঁছল ১০৪.৬৭ টাকায়। মাথা চাড়া দিয়ে উঠেছে ডিজেলের দামও। বেড়ে দাঁড়িয়েছে ৮৯.৯৭ টাকায়।
৩. পেট্রোলিয়ম জাত দ্রব্য এখনই নতুন ট্যাক্স ব্যবস্থার অধীনে নয়। জানাচ্ছে GST কাউন্সিল। বেশকিছু রাজ্যের সম্মিলিত আপত্তিতে এই সিদ্ধান্ত নিতে পারেনি কেন্দ্রীয় সরকার। এখন নতুন এই ট্যাক্স রেজিমের অধীনে পেট্রোলিয়াম-জাত দ্রব্য আনা হবে কিনা তা নিয়েই বিতর্ক দানা বাঁধছে।
৪. করোনার ধাক্কা কাটিয়ে উৎসবের মরসুমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে দেশের খুচরো ব্যবসা। তথ্য অনুযায়ী, ২০২০ সালের নভেম্বরের চেয়ে বিক্রিবাটা হয়েছে ১৬% বেশি। আর ২০১৯ সালের বিকিকিনি হয়েছে ৯% বেশি। তবে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ওমিক্রনের প্রভাব আগামী দিনে অর্থনীতির উপরে পড়বে কিনা, সেই নিয়েই চিন্তিত ব্যবসায়ীরা।
৫. অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হল সংসদের শীতকালীন অধিবেশন। থমকে গেল ব্যাঙ্ক বেসরকারিকরণের জন্য জরুরি সংশোধনী বিল। সূত্রের খবর, অধ্যাদেশ জারি করে ঐ দুই সিদ্ধান্ত কার্যকরের পথে হাঁটতে পারে কেন্দ্রীয় সরকার। সেই সম্ভাবনা আঁচ করেই ব্যাঙ্কিং শিল্পের বিভিন্ন ইউনিয়নগুলি তাদের আন্দোলন জারি রাখবে।
৬. নতুন বছরে হতে চলেছে একাধিক রদবদল। তার জেরে সাধারণের পকেটে পড়তে চলেছে প্রভাব। নিয়ম বদলাতে চলেছে ব্যাঙ্কিং পরিষেবা, ডেবিট ও ক্রেডিট কার্ড, এলপিজি সিলিন্ডারের দামের ক্ষেত্রে৷ এমনকি নির্দিষ্ট লিমিটের বেশি এটিএম থেকে টাকা তোলার জন্য দিতে হবে বেশি চার্জ। নয়া নিয়ম গুগলের সমস্ত পরিষেবা যেমন গুগল অ্যাড, ইউটিউব, গুগল প্লে স্টোর ও অন্যান্য পরিষেবার উপরেও লাগু করা হবে ৷
৭. বিগত কয়েকদিন ধরেই মুখ ভার শেয়ার বাজারের। তবে মন্দের ভালো, মাল্টিব্যাগার স্টকে ৯৫ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। এই মাল্টিব্যাগার স্টক ভিলওয়ারা স্পিনার্সের শেয়ার ২১ টাকা থেকে বেড়ে পৌঁছে গিয়েছে ৪১.১০ টাকায়। একসপ্তাহেই লাভের মুখ দেখেছেন বিনিয়োগকারীরা।
৮. পাহাড়ে শক্তি বাড়াল তৃণমূল। ঘাসফুল শিবিরে নিজের নাম লেখালেন বিনয় তামাং। সঙ্গী হল রোহিত শর্মাও। ব্রাত্য বসুর হাত ধরে ঘাসফুল শিবিরে সামিল হলেন বিনয় তামাং। শাসক দলে নাম লিখিয়েই বিজেপি এবং পাহাড়ে গেরুয়া শিবিরের জোটসঙ্গী দলগুলিকে কড়া বার্তা দেন বিনয়।
৯. বিধানসভা নির্বাচনের পর কলকাতা পুরনির্বাচনে বড়সড় ধাক্কা খেয়েছে বিজেপি। ‘সব জায়গায় কলকাতার মতো ভোট হবে না,’ তৃণমূলকে এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তবে জেলা নির্বাচনে ভাল ফল হবে বলে আশাবাদী তিনি।
১০. বড়দিনে বাড়ছে মেট্রোর সংখ্যা। ভিড় সামলাতে আজ থেকেই পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে খোলা হচ্ছে চারটি অতিরিক্ত টিকিট কাউন্টার। পাশাপাশি উৎসবের মরসুমে ভিড় এড়াতে মেট্রো স্টেশনের মধ্যে এসপ্ল্যানেড, ময়দান, পার্ক স্ট্রিট, রবীন্দ্র সদন স্টেশনে কড়াকড়ি করা হচ্ছে নিরাপত্তা৷ মহিলা এবং শিশুদের নিরাপত্তায় মোতায়েন করা হচ্ছে আরপিএফের বিশেষ বাহিনী।
ব্যুরো রিপোর্ট