Daily
১। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের জন্য সংসদে ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল আনার সিদ্ধান্ত নিল কেন্দ্র। কিন্তু শীতকালীন অধিবেশন শেষের পথে। এদিকে পাওয়া যায়নি মন্ত্রিসভার ছাড়পত্র। ফলে এই সময়ের মধ্যে বিল আনার আর কোন সম্ভাবনা নেই, এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে কেন্দ্রীয় সরকার মারফৎ।
২। ভারতে বৈদ্যুতিক গাড়ি তৈরির ওপর জোর দিচ্ছে কেন্দ্র। ইতিমধ্যেই লিথিয়াম আয়ন ব্যাটারির ‘প্যাক’ ও ‘মডিউল’ তৈরির জন্য সুইস সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে কারখানা গড়ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ়। তবে এই প্রকল্পের সম্ভাব্য জায়গা, লগ্নি কিছুই এখনও স্পষ্ট করেনি কোম্পানি।
৩। বৃহস্পতিবারে শেয়ার বাজারে ভারী লক্ষ্মীর পাল্লা। বিএসইতে সেনসেক্স ৩৮৪.৭২ পয়েন্ট বেড়ে সূচক পৌঁছল ৫৭,৩১৫.২৮। একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিফটি। ১১৭.১৫ পয়েন্ট বেড়ে নিফটি পৌঁছল ১৭০৭২.৬০। অ্যাপেল, অ্যামাজন, অ্যালফাবেট ও অ্যাডোব সিস্টেমের ভাগ্যে লক্ষ্মীলাভ, ধরাশায়ী ফেসবুক।
৪। কাঁচা পাটের চড়া দামের জেরে চাপে পড়েছে রফতানি বাজার। পাটজাত পণ্যের কাঁচামাল জোগাড়ে সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। সেই কথা জুট কমিশনারের দফতর এবং কেন্দ্রকেও জানিয়েছে সংস্থাগুলি। আন্তর্জাতিক বাজারে বরাত ফিরে পেতে আশাবাদী চটশিল্প ব্যবসায়ীরা।
৫। ওমিক্রনের ছোঁয়া পড়বে কি শিল্প মহলে? চিন্তায় শিল্পব্যবসায়ীরা। এদিকে বর্তমান আর্থিক পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে চাইছে কেন্দ্র। আশঙ্কা প্রকাশ করছেন বাংলার আর্থিক উপদেষ্টা তথা প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। সাম্প্রতিক রিপোর্ট বলছে, জাতীয় আয়ে নীচের স্তরের ৫০% মানুষের অংশীদারি মাত্র ১৩%। ভুল নীতির জন্য আগামী দিনে তা আরও বাড়বে বলে আশঙ্কাপ্রকাশ করেন তিনি।
৬। সস্তা হচ্ছে রিফাইনড পাম তেল। কেন্দ্র শুল্ক কমাতেই এবার তেল সস্তা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞ্ররা। কেন্দ্র রিফাইনড পাম তেলের শুল্ক ১৭.৫% থেকে কমিয়ে করেছে ১২.৫%। ২০২২ সালের মার্চ পর্যন্ত এই ১২.৫% শুল্ক হারই কার্যকর থাকবে। সাধারণ মানুষের পকেটের চাপ কমাতে এই পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার।
৭। নতুন অর্থবর্ষেই নয়া চারটি শ্রমকোড বা লেবার কোড নিয়ে আসতে চলেছে কেন্দ্রীয় সরকার। নয়া এই চার লেবার কোডে আসতে চলেছে বদল। নতুন এই শ্রম আইনে সপ্তাহে মোটে চারদিন কাজ করতে হতে পারে শ্রমিকদের। সঙ্গে তিনদিন ছুটি। ২০২২-২৩ সালের জন্য এই বিল লাগু করা হতে পারে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে এই বিলের কাঠামো পাঠিয়েছে কেন্দ্র।
৮। ওমিক্রনের মাঝে পৌষমেলা না করলেও পৌষ উৎসব করবে বিশ্বভারতী। মঙ্গলবার বিশ্বভারতী কর্তৃপক্ষ ৬-৮ পৌষ পর্যন্ত অনুষ্ঠানসূচী প্রকাশ করেছেন। এই অনুষ্ঠানে যোগ দিতে হলে বিশ্বভারতী নির্ধারিত পোশাক পরে আসতে হবে। তবে ব্যবহার করা যাবে না মোবাইল। এমনই নির্দেশ বিশ্বভারতী কর্তৃপক্ষের।
৯। দলনেতা নিরবাচিত হয়েই আবারো লালবাড়িতে পা রাখতে চলেছেন ফিরহাদ হাকিম। সঙ্গে ডেপুটি হলেন অতীন ঘোষ। সাংসদ মালা রায় হলেন চেয়ারপার্সন। পুরসভার ফল প্রকাশ্যে আসতেই দলনেত্রী বণ্টন করলেন পদাধিকার। তবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন ৬ মাস অন্তর হবে কাজের মূল্যায়ন।
১০। শীতের দাপট আজো অব্যাহত। আজ শহর কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা থাকছে বুধবারের মতোই। পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করায় উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একইসঙ্গে বড়দিনে বাড়তে পারে তাপমাত্রা।
ব্যুরো রিপোর্ট