Daily

১. পুরসভা নিজেদের দখলে রাখল ঘাসফুল। পুরযুদ্ধে জিতে কলকাতাবাসীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি বিরোধীদের টিপ্পনি কেটে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘বিজেপি ভোকাট্টা, সিপিএম নোপাত্তা আর কংগ্রেস সিমপ্লি স্যাণ্ডউইচ।’ ১৩৪টি আসনে জিতে লালবাড়ি মাতল সবুজ সেলিব্রেশনে।
২. পুরভোটে রেকর্ড মার্জিনে জিতে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কলকাতায় পুরবোর্ড গঠন করবে ২৩ ডিসেম্বর। সেদিনই নতুন মেয়র শপথ নেবেন বলে সূত্রের খবর। বড়দিনের আগে জয়ের উচ্ছ্বাসে মাতল শাসকদলের নেতা থেকে কর্মীরা।
৩. কেন্দ্রের কোপে পাকিস্তানের ২০টি ইউটিউব চ্যানেল এবং দুটি ওয়েব পোর্টাল। ভারত বিরোধী প্রচারে এরা প্রত্যেকেই ছিল লিপ্ত। ইন্টারনেটই ছিল এদের প্রধান হাতিয়ার। ছিল ৩৫ লক্ষ সাবস্ক্রাইবার এবং ৫৫ কোটি ভিউয়ার্স। পাকিস্তানের নয়া পাকিস্তান গ্রুপ এই চ্যানেলগুলিকে অপারেট করত।
৪. মঙ্গলে শেয়ার বাজারে আসল সিদ্ধিলাভের ছোঁয়া। বিএসইতে সেনসেক্স ৮১৮.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়াল ৫৬,৬৪০.১২। একইসঙ্গে নিফটিতেও বৃদ্ধি ছিল চোখে পড়ার মত। ২৬৫.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়াল ১৬৮৭৯.৫০। সপ্তাহের দ্বিতীয়দিনেও ধরাশায়ী অ্যাপেল, অ্যামাজন, ফেসবুক, অ্যাডভাসন্ড মাইক্রো ডিভাইসেস।
৫. নতুন বছরে খাবারের উপর GST বসাচ্ছে Swiggy, Zomato। খাবার ডেলিভারিতে GST বসবে ৫%। খাবারের দাম বাড়বে কিনা এই নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞদের একাংশ। ২০২২ থেকে বিভিন্ন অনলাইন খাদ্য পরিবাহী সংস্থার উপর জিএসটি বোঝা চাপাতে চলেছে কেন্দ্রীয় সরকার। একথা পূর্বেই জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
৬. লিস্টিংয়েই বিনিয়োগকারীদের ৫৩% মুনাফা দিল Mapmyindia IPO। MapmyIndia-এর মুনাফাও চলতি বছরের সেপ্টেম্বরে রকেট গতিতে বেড়ে হয়েছে ৪৬.৭৬ কোটি টাকা। বিগত বছরের ২৩.১৯ কোটি টাকার তুলনায় চলতি অর্থবর্ষে ৫৯.৪৩ কোটি টাকা লাভ করেছে সংস্থা। একইসঙ্গে রাজস্ব ১৪৮.৬৩ কোটি টাকা থেকে বেড়ে ১৫২.৪৬ কোটি টাকা হয়েছে।
৭. হলদিয়া পেট্রোকেমে ন্যাপথা ইউনিটে বিধ্বসী আগুন। মৃত ৩। আহত কমপক্ষে ৪৫ জন। গুরুতর আহতদের ইতিমধ্যেই কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ভর্তি করা হয়েছে হলদিয়া মহকুমা হাসপাতালে। ঘটনাস্থলে রয়েছে দমকলের ৩টি ইঞ্জিন
৮. গ্রাহকদের জন্য এবার বিশেষ সুবিধা নিয়ে হাজির হল State Bank of India। এক অ্যাকাউন্টেই তিন পরিষেবার সুবিধা নিতে পারবেন SBI গ্রাহকেরা। একটি অ্যাকাউন্ট যা সেভিংস অ্যাকাউন্ট, ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্টকে একত্রিত করবে।
৯. লাফিয়ে বাড়ছে মুদ্রাস্ফীতি। আটকাতে বড়সড় পদক্ষেপ নিল মোদী সরকার। ভারতের পক্ষ থেকে জরুরি কৃষিপণ্যের আমদানি-রপ্তানির উপর লাগাম টানার নির্দেশ দেওয়া হয়েছে৷ ভারতের মার্কেট রেগুলেটরের পক্ষ থেকে এক বছরের জন্য এই রাশ টানা হয়েছে।
১০. ক্রমশ দাপট বাড়ছে উত্তুরে হাওয়ার। রাজ্যের ১০ জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করল আবহাওয়া দফতর। যার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, নদীয়া, পুরুলিয়া এবং বাঁকুড়া। আগামী ২৪ ঘণ্টায় আরও কিছুটা পারদ নামার সম্ভাবনা রয়েছে। আরো ৪৮ ঘন্টা শীতের প্রকোপ জারি থাকবে।
ব্যুরো রিপোর্ট