Daily

১. আগামী অর্থবর্ষে ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কেন্দ্রীয় সরকার আগামী দিনে কোন কোন বিষয় এবং প্রকল্পের ওপর বেশি জোর দিতে চলেছে, তা নির্ভর করছে এই কেন্দ্রীয় বাজেটে। মূল্যবৃদ্ধির হাত থেকে আদৌ কি রেহাই পাবেন দেশবাসী, সেদিকেই নজর থাকবে আমজনতার।
২. গাড়িবাজারে এলো মাহিন্দ্রা ট্রিও। এবার এক চার্জেই কলকাতা থেকে গঙ্গাসাগর পাড়ি দেওয়া যাবে খুব সহজে। মহিন্দ্রা ইলেকট্রিকের ৩ চাকার নয়া গাড়িটি লঞ্চ হওয়ার পর ইতিমধ্যেই ১৩ হাজার ইউনিট বিক্রি হয়ে গিয়েছে। সংস্থার দাবি, অন্য অটো রিক্সার থেকে এটির মেনটেনেন্স খরচ অনেক কম।
৩. এয়ার ইন্ডিয়ার পর এবার ল্যাকমি। ২৩ বছর পর প্রসাধন ব্যবসায় হাত দিচ্ছে টাটা। পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে ভারতীয় প্রসাধন সামগ্রীর মার্কেট পৌঁছাতে চলেছে ২০ বিলিয়ন ডলারে। দেশের প্রসাধনী শিল্পে অনেকটাই জ্বালানির কাজ করবে টাটা গ্রুপের এই সিদ্ধান্ত।
৪. কাঁচা পাটের দাম নিয়ে জটিলতা তৈরি হওয়ায় ক্ষতির মুখে পড়েছে চটশিল্প। ১৫০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি, সংশ্লিষ্ট শিল্প মহলের। এই পরিস্থিতিতে জুট কমিশনার দফতর কাঁচা পাটের সর্বোচ্চ দর কুইন্টালে ৬৫০০ টাকা ধার্য করেছে। বরাত যাতে আর না হারায় সেদিকে জোর দিচ্ছে শিল্পমহল।
৫. দুর্মূল্যের বাজারেও ভরসা দিচ্ছে Indian Card Clothing Company Ltd। কোম্পানির স্টক বৃদ্ধি পেয়েছে ৫ শতাংশ হারে। রিটার্ন এসেছে ৫৭.৫০ শতাংশ। চলতি বছরের ১৪ জুলাইয়ের পর সংস্থার শেয়ার দর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
৬. একটানা ৪৬ দিন কলকাতায় অপরিবর্তিত পেট্রোপণ্যের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর ৬৮ ডলার প্রতি ব্যারেল। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব পড়ছে না দেশে। এদিকে দাম না কমায় চিন্তার ভাঁজ পড়েছে সাধারণের কপালে।
৭. সপ্তাহের প্রথমদিনেও ধরাশায়ী শেয়ার বাজার। বিএসই ১১৩৫.৭৪ পয়েন্ট কমে সেনসেক্স দাঁড়াল ৫৫,৮৭৬। পাশাপাশি ধরাশায়ী নিফটিও। ৩৮০.৮৫ পয়েন্ট কমে নিফটি পৌঁছল ১৬,৬০৪.৩৫-এ। নিজেদের দাপট ধরে রাখতে পারল না অ্যাপল, ফেসবুক, অ্যাডভাসন্ড মাইক্রো ডিভাইসেস। তবে এরই মাঝে সুখের মুখ দেখল অ্যামাজন ও আলিবাবা।
৮. ক্রমে মাথা চাড়া দিয়ে উঠছে ওমিক্রন আতঙ্ক। ভারতে ইতিমধ্যেই ১৫০-র গণ্ডি পার করে গিয়েছে ওমিক্রনের প্রকোপ। রিসার্চ বলছে, ওমিক্রনের বিরুদ্ধে বেশির ভাগ করোনা ভ্যাকসিনই কার্যকরী নয়। ওমিক্রন মোকাবিলা করতে ফাইজার ও মডার্নার ভ্যাকসিন নতুন এমআরএনএ পদ্ধতিতে তৈরি হয়েছে৷
৯. দোরগোড়ায় বড়দিন ও বর্ষবরণ। ওমিক্রন-আতঙ্কে পুনরায় লকডাউনের সিদ্ধান্ত। ১৯ ডিসেম্বর থেকেই ‘ক্রিসমাস লকডাউন’ ঘোষণা করল নেদারল্যান্ড। সংক্রমণ ঠেকাতে ইউরোপের অন্যান্য দেশগুলিও বড়দিনের উৎসবে কড়া বিধি-নিষেধ জারি করতে চলেছে।
১০. উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়ে থাবা বসিয়েছে শীত। আগামী ২ দিন আরও নামবে উষ্ণতার পারদ, ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। আগামী দিনগুলিতে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১১ ডিগ্রিতে নামার সম্ভাবনা। উত্তরবঙ্গেও জোরালো কামড় বসাবে শীত।
ব্যুরো রিপোর্ট