Daily
১। সপ্তাহ শেষেও পতন অব্যাহত শেয়ার বাজারে। বাজার বন্ধের সময় বিএসই সেনসেক্সের সূচক ৮৮৯.৪০ পয়েন্ট নেমে বন্ধ হয় ৫৭০১১.৭৪ পয়েন্টে। সূচক নেমেছে নিফটিরও। ২৬৩.২০ পয়েন্ট নেমে দাঁড়ায় ১৬৯৮৫.২০-তে। অ্যাপল, অ্যালফাবেট, ফেসবুক, ওরাকল, মাইক্রোসফটের মত সংস্থার শেয়ার রইল নিচের দিকেই। অন্যদিকে শেয়ার বেড়েছে টেসলা এবং উবরের মত সংস্থার।
২। শুক্রবারই অ্যামাজন ও ফিউচার গ্রুপের চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিল সিসিআই। একাধিক তথ্য গোপন করার অভিযোগে ২০০ কোটি টাকা জরিমানা করল সংস্থা।
৩। সংসদে শীতকালীন অধিবেশনে ক্রিপ্টোকারেন্সি বিল নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হবেনা। বন্ধ করা হচ্ছে না ক্রিপ্টোকারেন্সি। ভারতের ক্রিপ্টোকারেন্সির বাজার এখন অনেকটাই পরিবর্তিত। ক্রিপ্টোকয়েনের দামেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
৪। রাজ্যে ক্রমশ কমল অবৈধ মদ বিক্রির পরিমাণ। একইসঙ্গে বাড়ল রাজস্ব আদায়ের অঙ্ক। সাড়ে ৮ মাসেই ১২ হাজার কোটির টার্গেট পূরণ করল আবগারি দফতর।
৫। নিয়ম ভাঙার অভিযোগে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাঙ্ককে জরিমানা করল আরবিআই। বুধবারই আরবিআই পিএনবিকে ১.৮০ কোটি টাকা এবং আইসিআইসিআই ব্যাঙ্ককে ৩০ লক্ষ টাকা জরিমানা করেছে। ব্যাঙ্কের সঙ্গে গ্রাহকদের লেনদেন বা চুক্তির বৈধতার উপর কোন প্রভাব পড়বে না।
৬। যোগী রাজ্যে মোদীর চমক। নির্বাচনের আগেই উত্তরপ্রদেশের একটি বড় প্রকল্পের ভিত্তি স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩৬ হাজার কোটি টাকার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তিনি। পূর্ব, পশ্চিম উত্তরপ্রদেশ একইসঙ্গে বিহার, দিল্লি ও হরিয়ানাকে সংযুক্ত করতে চালু হল গঙ্গা এক্সপ্রেসওয়ে।
৭। ভারতের বাজারে আসতে চলেছে টেসলা। সাত ধরণের বৈদ্যুতিক গাড়িকে বিক্রি করার অনুমতি দিল কেন্দ্র। যদিও হোমোলোগেশন সার্টিফিকেট পাওয়া তিনটি নতুন মডেলের গাড়ির নাম এখনো জানা যায়নি।
৮। রাত পোহালেই কলকাতায় পুর ভোট। রাজনৈতিক দল থেকে পুলিশ প্রশাসনের জন্য রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে। স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে ১১৩৯টি বুথকে।
৯। শীতের দাপট অব্যাহত রাজ্যে। একদিকে উত্তরের হাওয়া। অন্যদিকে পারদ নিম্নমুখী। দুয়ের প্রভাবে রাজ্যে ক্রমশ জাঁকিয়ে বসছে শীত। জানাল হাওয়া অফিস।
১০। একদিকে যখন রাজ্যে জাঁকিয়ে বসছে শীত। তখন পাল্লা দিয়ে উত্তরবঙ্গেও তরতর করে নামছে পারদ। তার জেরেই সান্দাকফুতে তুষারপাতের সম্ভাবনা অনেকটাই বেড়েছে। জানালো আবহাওয়া দফতর।
ব্যুরো রিপোর্ট