Daily

১. দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটে দেশের তিনটি ক্লিয়ারিং সেন্টার দিল্লি, চেন্নাই ও মুম্বইতে আটকে রয়েছে ৩৮ লক্ষ চেক। যার অর্থমূল্য ৩৭ হাজার কোটি টাকা। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। আজ এই ধর্মঘটে সামিল হয়েছেন প্রায় ৭ লক্ষ কর্মচারী।
২. এবার IPO প্রোগ্রামে অংশ নিতে পারে SBI। এমনকি পিছিয়ে নেই, কেন্দ্রীয় সরকারও। SBI নিজের ৬% শেয়ার IPO এর জন্য ছাড়তে চলেছে বলে সূত্রের খবর। তবে, SBI IPO এর জন্য নির্দিষ্ট কোনও দিন ঘোষণা না করলেও, সূত্রের খবর খুব তাড়াতাড়ি IPO প্রোগ্রামে অংশ নিতে চলেছে দেশের সবথেকে বড় এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।
৩. দেশে একনাগাড়ে বাড়ছে জিনিসপত্রের দাম। নভেম্বর মাসে হোলসেল প্রাইস ইনডেক্স একলাফে ১২.৫৪ শতাংশ থেকে পৌঁছে গিয়েছে ১৪.২ শতাংশে। পাশাপাশি দেশে ঊর্ধ্বমুখী তেল এবং বিদ্যুতের দামও। তবে চলতি আর্থিক বর্ষে ভারতে এই ধরনের মুদ্রাস্ফীতি বজায় থাকলেও, আগামী আর্থিক বর্ষে মুদ্রাস্ফীতি আয়ত্তের মধ্যে আসতে পারে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।
৪. মূল্যবৃদ্ধির ওপর রাশ টানতে ঋণপত্র কিনে বাজারে নগদের জোগানের প্রকল্পে গতি বাড়ানোর কথা ঘোষণা করল ফেডেরাল রিজ়ার্ভ ব্যাঙ্ক। আগামী মার্চে কেনা হবে ঋণপত্র। বাড়ানো হবে সুদ। তবে সুদ কমানোর সিদ্ধান্ত নিল ব্রিটেন।
৫. ওমিক্রন আবহে আগামী অর্থবর্ষে বাজেট পেশে নির্মলা সীতারামনকে পরামর্শ দিতে পারেন বেশ কয়েকজন বিশেষজ্ঞ। সূত্রের খবর, অর্থমন্ত্রী সীতারমন ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছেন টি বি সোমনাথন, তরুণ বাজাজ, তুহিন কান্ত পাণ্ডে, অজয় শেঠ, দেবাশিস পাণ্ডা। যদিও বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে নির্মলা সীতারমন গরীব কল্যান যোজনা এবং আত্মনির্ভর ভারতের মতো প্রকল্পের লঞ্চ করেছিলেন। তবে আগামী বছর বাজেটে কী হতে চলেছে আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে দেশবাসী।
৬. ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের নয়া নিয়ম চালু হতে চলেছে। জানুয়ারি থেকেই চালু হচ্ছে ‘টোকেন’ ব্যবস্থা। নয়া এই নিয়মে কোনও গ্রাহকের কার্ডের বিবরণ কোনও মার্চেন্ট সাইটে সংরক্ষণ করা থাকবে না। এখন রিজার্ভ ব্যাঙ্ক নির্দেশিত কার্ডের টোকেনাইজেশনের প্রযুক্তি অবলম্বন করলেই এই ঝুঁকি এড়ানো যেতে পারে।
৭. সপ্তাহের পঞ্চমদিনেও শেয়ার বাজারে ধস। বিএসইতে ৮৮৯.৪০ পয়েন্ট কমে সেনসেক্স দাঁড়াল ৫৭০১১.৭৪। একইভাবে, নিফটি ২৫৪.৩৫ পয়েন্ট কমে পৌঁছল ১৬৯৯৪.০৫-এ। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারল না আপেল, অ্যামাজন, ফেসবুক ও আলিবাবা।
৮. দেশের বড় রাজ্যগুলির মধ্যে প্রাথমিক শিক্ষায় শীর্ষে রয়েছে বাংলা। প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিলের রিপোর্টে রাজ্যকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। এই সাফল্যে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে টুইটও করেছেন তিনি।
৯. করোনাকালে প্রতিবেশী সমস্ত দেশের দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। আর তাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দিতে চলেছে ভুটান সরকার। শুক্রবারই ভুটানের প্রধানমন্ত্রী ট্যুইট করে একথা জানিয়েছেন।
১০. রাজ্যে জোরালো হচ্ছে শীতের কামড়৷ শুক্রবার থাকল চলতি মরশুমের শীতলতম দিন। আজ কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রির নিচে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আগামী কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া৷ তবে রবিবার থেকে শীতের দাপট বাড়বে বাংলায়। এমনই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।
ব্যুরো রিপোর্ট