Daily
১। ব্যাঙ্ক বেসরকারীকরণের প্রতিবাদে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন ব্যাঙ্ক ইউনিয়নগুলি। ব্যাহত হয়েছে পরিষেবা। ইতিমধ্যেই সংসদের শীতকালীন অধিবেশনে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া ও ইণ্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ককে বেসরকারীকরণের জন্য নয়া বিল প্রস্তাবনার কথা উঠে আসছে। সরকারের অর্থনৈতিক পলিসি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিশেষজ্ঞ মহলে। আজ ও কাল দুদিনের ব্যাঙ্ক ধর্মঘটে সামিল হলেন ৯ লক্ষ কর্মচারী।
২। বাজারে এল OLA স্কুটার। ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে ডেলিভারী। এ বছর অগাস্ট-এ ওলার দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। মাত্র ৪৯৯ টাকায় বুকিংয়ের সুবিধা দেওয়ার পর ১১০০ কোটি টাকার বুকিং পেয়ে যাবেন। Ola S1 ৯৯,৯৯৯ টাকা, Ola S1 Pro ১,২৯,৯৯৯ টাকা এক্স শোরুম দাম রাখা হয়েছে।
৩। গত তিনদিন ধারাবাহিক পতনের পর আজ মুম্বই শেয়ার বাজার বন্ধ হল কিছুটা ঊর্ধ্বমুখী হয়ে। যদিও আজকে শেয়ার বাজারের ঊর্ধ্বমুখী হওয়ার পিছনে আইটি কোম্পানিগুলির অবদান ছিল চোখে পড়ার মত। আজকে সেনসেক্স ১১৩.১১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে শেষ পর্যন্ত ৫৭,৯০১.১৪-তে। আর নিফটি ২৭ পয়েন্ট বেড়ে গিয়ে হয় ১৭,২৪৮.৪০-তে।
৪। শেষ পর্যন্ত প্রস্তাবিত রাষ্ট্রায়ত্ত হেলিকপ্টার সংস্থা পবনহংস লিমিটেডের বিলগ্নিকরন প্রক্রিয়া শুরু হল। এখন পবনহংস লিমিটেডের সরকারের হাতে থাকা শেয়ার পুরোপুরিভাবে ছেড়ে দেওয়া হবে বাজারদরে বিডারদের মধ্যে। আজ এ কথাই ঘোষণা করেছেন সিভিল অ্যাভিয়েশন দফতরের রাষ্ট্রমন্ত্রী জেনারেল ভি কে সিং।
৫। নিষেধাজ্ঞা নয়। চাই লেনদেনের নিয়ন্ত্রণ। এবার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারত সরকারের মনোভাবকে সমর্থন করলেন না আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপিনাথ। তবে উন্নয়নশীল দেশগুলি যদি প্রয়োজনমত এবং নিয়ন্ত্রিতভাবে এই কারেন্সি ব্যবহার করে তবে দেশে যথেষ্ট উন্নয়ন আসবেও বলেও আশাবাদী এই অর্থনীতিবিদ।
৬। এবার বাজারে নতুন করে ইকুইটি শেয়ার, ডিপোজিটরি রিসিট দিয়ে পুঁজি জোগাড় করবে ইয়েস ব্যাঙ্ক। তাও আবার ২১ ডিসেম্বরের মধ্যে। সম্প্রতি ব্যাঙ্কের বোর্ডে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে ইয়েস ব্যাঙ্কের ব্যবসা বাড়ানোর লক্ষ্যে।
৭। মুদ্রাস্ফীতি ঠেকানোর লক্ষ্যে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে আরবিআই। শেয়ার বাজারে যে সমস্ত কোম্পানিগুলি মুদ্রাস্ফীতি সম্পর্কিত বন্ড বাজারে ছেড়েছে। সেগুলি নিয়ে পরীক্ষানিরীক্ষার কথা জানালো দেশের এই শীর্ষ ব্যাঙ্ক।
৮। গাড়ি শিল্পে গতি আনতে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রের মোদী সরকার। এখন থেকে দেশেই তৈরি হবে সেমি কন্ডাকটর। সেমিকন্ডাকটর তৈরিতে কোম্পানিগুলিকে দেওয়া হবে PLI এর সুবিধা। কেন্দ্রীয় মন্ত্রিসভা এই ক্ষেত্রে ঘোষণা করল ৭৬ হাজার কোটি টাকার তহবিল।
৯। সৈনিক বিজয়ের সম্মান দিবসে দেরাদুন প্যারেড গ্রাউন্ডে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অদ্ভুতভাবে বললেন আফগানিস্তানে আমেরিকার বিজয় পেতে ২০ বছর লাগলেও, ৭১-এর যুদ্ধে ভারত পাকিস্তানকে নত করেছিল মাত্র ১৩ দিনে। তুলে ধরলেন ইন্দিরাজীর সময় দেশে একতার কথা।
১০। নিম্নচাপ কাটিয়ে উঠতেই বঙ্গে জাঁকিয়ে বসেছে শীত। আগামী ৪৮ ঘন্টার মধ্যে আরও নামতে পারে উষ্ণতার পারদ। জানাচ্ছে হাওয়া অফিস। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাধাহীনভাবে উত্তুরে হাওয়া ঢুকবে রাজ্যে।
ব্যুরো রিপোর্ট