Daily
১। কেরলের পর এই প্রথম বঙ্গে মিলল ওমিক্রন আক্রান্ত রোগী। মুর্শিদাবাদের এক ৭ বছর বয়সী শিশুর ওমিক্রন রিপোর্ট পজিটিভ এসেছে। সম্প্রতি আবুধাবি থেকে হায়দরাবাদ হয়ে রাজ্যে ফিরেছে সে। ওমিক্রন রাজ্যে থাবা বসানোয় আতঙ্কিত রাজ্যবাসী।
২। থেমে গেল সাত দিনের লড়াই। প্রয়াত ক্যাপ্টেন বরুণ সিং। গত ৮ ডিসেম্বর, তামিলনাড়ুর কুন্নুরে সিডিএস বিপিন রাওয়াতের সঙ্গে হেলিকপ্টারে সওয়ারি করেছিলেন তিনি। হেলিকপ্টার দুর্ঘটনার পর তিনিই ছিলেন একমাত্র জীবিত ব্যক্তি। ক্যাপ্টেন বরুন সিংয়ের মৃত্যুর খবর টুইটে জানিয়েছে ভারতীয় বায়ুসেনা।
৩। হাওড়া জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে বিনিয়োগ করা হবে ১২ হাজার ২৬০ কোটি টাকা। পাশাপাশি কর্মসংস্থান হবে প্রায় ১ লক্ষ ৫২ হাজার। ছোট উদ্যোগপতিদের শিল্প সম্মেলনে একথা জানালেন রাজ্যের MSME মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
৪। তৃতীয় লিঙ্গরাও পাবেন জীবন বীমার সুবিধা। বাজারে আসতে চলেছে জনধন রেখা স্কিম। এই স্কিমে বিনিয়োগ করলে রিটার্ন একেবারে সুরক্ষিত। এই স্কিমের জন্য সর্বনিম্ন ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন বিনিয়োগকারীরা। এক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগের বয়স হতে হবে ৩৫-৫৫ বছর।
৫। বিনিয়োগের ট্রেন্ড বদলাতে শুরু করেছে। ব্যাঙ্কে সুদের পরিমাণ কমে যাওয়ার ফলে মিউচুয়াল ফান্ড ও শেয়ার বাজারে বিনিয়োগের ঝোঁক বেশি দেখা যাচ্ছে। বিগত ১০ বছরে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরিমাণ ৫ গুণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৭.৩৪ লক্ষ কোটি টাকা।
৬। বুধবারেও ছন্দে ফিরল না শেয়ার বাজার। সপ্তাহের তৃতীয়দিনেও বিএসইতে ১৫৬.৬৯ পয়েন্ট কমে সেনসেক্স দাঁড়াল ৫৭৯৬৬.৪০। একইসঙ্গে নিফটি ৬১ পয়েন্টে নেমে দাঁড়াল ১৭২৬৩.৮৫। এদিকে ছন্দপতন ঘটতে দেখা গেল অ্যাপেল, অ্যামাজন, ফেসবুক ও পেটিএমএর। এরই মাঝে নিজেদের জয়ধ্বজা টিকিয়ে রাখল অ্যাডভান্সড মাইক্রো ডিভাইস, আলিবাবা।
৭. একটানা ৪১ দিন নয়া রেকর্ড গড়ল পেট্রোপণ্য। তবে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েল বেশ সস্তা। আজ কলকাতায় পেট্রলের দাম ছিল প্রতি লিটার ১০৪ টাকা ৬৭ পয়সা এবং ডিজেলের দাম পৌঁছল ৮৯ টাকা ৭৯ পয়সায়। অন্যদিকে একাধিক শহরে পেট্রোলের দাম রয়েছে ১০০ টাকার নিচে। বড় শহরগুলিতে কবে পেট্রলের দাম কমবে, এখন সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা শহর।
৮. এবার থেকে ১০ লক্ষ টাকার বেশি বেতনেও দিতে হবে না আয়কর। যদি একজন ব্যক্তির বয়স ৬০ বছরের কম হয় এবং তাঁর মাসিক বেতন ১০.৫ লক্ষ হয় তবে তিনি ট্যাক্সের ৩০% স্ল্যাবের মধ্যে পড়বেন। সঠিক পরিকল্পনা থাকলে বেশি টাকার স্যালারি ব্র্যাকেটের (Salary Bracket) মধ্যেও কর প্রদানে সাশ্রয় করা যেতে পারে।
৯. এবার সম্পত্তি বেচাকেনাতে মিলবে আয়কর ছাড়। কোনও সম্পত্তি কেনার ২ বছরের মধ্যে বিক্রি করা হলে মূলধনের ওপর মিলবে ‘শর্ট টার্ম ক্যাপিটাল গেইন (Short Term Capital Gain)’। অন্যদিকে, সম্পত্তি কেনার ২ বছরের বেশি সময় পর বিক্রি করলে পাওয়া যাবে ‘লং টার্ম ক্যাপিটাল গেইন (Long Term Capital Gain)’। এক্ষেত্রে ২ বছরের বেশি সময় হলে মুদ্রাস্ফীতিকে হিসেব করে মোট লাভে ২০% কর চাপানো হবে বলে জানিয়েছে আয়কর বিভাগ।
১০. রাজ্যে জাঁকিয়ে বসেছে শীত। দাপট বাড়ছে উত্তুরে হাওয়ার। বুধবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা লক্ষ্য করা যেতে পারে।
ব্যুরো রিপোর্ট