Daily

১. আজও রইল শেয়ার বাজার নিম্নমুখী। বিএসইতে ১৬৬.৩৩ পয়েন্ট কমে সেনসেক্স দাঁড়াল ৫৮,১১৭.০৯। এর পাশাপাশি, একধাক্কায় নিফটি ৪৩.৩৫ পয়েন্ট কমে দাঁড়াল ১৭,৩২৪.৯০। এরই মাঝে নিজেদের দাপট বজায় রাখল বর্ধমান টেক্সটাইল, আদিত্য বিড়লা, লুপিন, ফেসবুক ও অ্যামাজন। ধরাশায়ী হয়ে পড়ল ক্রেট অ্যাক্সিস গ্রামীণ।
২. ব্যবসায় বৈচিত্র্য আনতে ফ্যাশনের ওপর বিশেষ নজর দিয়েছেন রিলায়েন্স চিফ মুকেশ আম্বানি। সিনটেক্স কিনতে উদ্যোগী হল রিলায়েন্স। ইতিমধ্যেই দরপত্র জমা দিয়েছে এই সংস্থা। তবে ফ্যাশন বাজারে দেউলিয়া সংস্থা সিনটেক্স কিনে রিলায়েন্স চিফ মুকেশ অম্বানি কি চমক দেন, সেটাই এখন দেখার।
৩. শুল্ক ছাঁটাইয়ের পরেও ভারতে পেট্রোপণ্যের মূল্য এখনও উর্ধ্বসীমায়। এবার তেলের সেই চড়া দরের জন্য ফের OPEC-এর উপরেই দায় চাপালেন তেলমন্ত্রী রামেশ্বর তেলি। তাঁর দাবি, তেল রফতানিকারী দেশগুলি কৃত্রিম ভাবে জোগানে রাশ টানায় দাম বাড়ছে তেলের।
৪. বিশ্ববাজারে ক্রমশ নিজের দাপট বাড়িয়ে চলেছে ক্রিপ্টোকারেন্সি। ব্লকচেন অ্যান্ড ক্রিপ্টো অ্যাসেট কাউন্সিল জানিয়েছে যে, ভারতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং রেগুলেট করার জন্য এবং রিয়েল টাইম ট্রানজাকশন ট্র্যাক করার জন্য কেওয়াইসি (KYC) ও অ্যান্টি-মানি লন্ডারিং (AML) নিয়ম লাগু করতে হবে।
৫. এবার থেকে শিক্ষা ঋণে ছাত্রীদের জন্য সুদের হারে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। ছাত্রদের ক্ষেত্রে বার্ষিক সুদের হার ৭% হলে ছাত্রীদের ক্ষেত্রে তা ৬.৫০% হবে। এখন শিক্ষার ধরণ, দেশীয় বা আন্তর্জাতিক কোর্স এবং অন্যান্য বিষয়ের ওপর ভিত্তি করেই বর্তমানে সুদের হার পরিবর্তিত হয়।
৬. ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়ে চিঠিও পাঠিয়েছেন তিনি। বেসরকারিকরণ হলে ব্যাঙ্ককর্মী ও মানুষের অসুবিধা হবে এবং ক্ষতিগ্রস্ত হবে দেশও। মুখ্যমন্ত্রী যখন এই কথা বলছেন তখন দিল্লিতে এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করতে চায় অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন।
৭. মাত্র ৯০ মিনিটের মধ্যেই ধরা পড়বে Omicron। এমনই এক যন্ত্রের আবিষ্কার করল দিল্লি IIT। সূত্রের খবর, RT-PCR এর উপর ভিত্তি করেই Covid-19 ভাইরাসের নতুন প্রজাতি Omicron নির্ণয়ের এই বিশেষ কিট তৈরি করা হয়েছে। তবে বাণিজ্যিকভাবে কত তাড়াতাড়ি বাজারে আসে, সেটাই এখন দেখার।
৮. দিল্লিতে ফের সন্ধান মিলল ওমিক্রনে আক্রান্ত ব্যক্তির। রাজধানীতে নতুন করে লকডাউনের সম্ভাবনা উস্কে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তিনি জানিয়েছেন, সরকার ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত। তবে প্রয়োজনে লকডাউনের মতো কড়া পদক্ষেপ নিতে দ্বিধা করবে না দিল্লির সরকার।
৯. মূল্যবৃদ্ধির বাজারে স্বস্তির নিঃশ্বাস ফেলছে মধ্যবিত্ত। গত ৩০ দিনে লিটার প্রতি ৮ থেকে ১০ টাকা দাম কমল ভোজ্য তেলের। মূলতঃ আমদানি শুল্ক কমতেই এই দাম কমেছে বলে সূত্রের খবর। তাই মধ্যবিত্তের হেঁশেল এখন অনেকটাই নিশ্চিন্ত হবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞ।
১০. উত্তুরে হাওয়ার দাপট অব্যাহত কলকাতায়। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছল ১৪.২ ডিগ্রিতে। আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও নামবার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। একইসঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় পারদ কমতে শুরু করেছে। তৈরি হয়েছে শীতের আমেজ।
ব্যুরো রিপোর্ট