Daily
১। বাড়ানো হচ্ছে ডিপোজিট ইনসিওরেন্সের ঊর্ধ্বসীমা। সিদ্ধান্ত মোদী সরকারের। দেশের নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তের কথা ভেবে ভারত সরকার এই আমানতকে পাঁচ লাখ টাকা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে৷
২। আগামী মঙ্গলবার প্রথম বিনিয়োগকারী সম্মেলনের জন্য তৈরি হচ্ছে ITC। শুরু হয়েছে জোর জল্পনা। নয়া বিনিয়োগ সম্মেলনে হোটেল ব্যবসা বিযুক্তিকরণের পথে হাঁটতে চলেছে ITC। বিযুক্তিকরণের মাধ্যমেই ব্যবসায়িক সাফল্য ও লাভের আশায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
৩। সপ্তাহের প্রথমদিনে বাজার খুলতেই পুরনো ছন্দে ফিরছিল শেয়ার বাজার। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘটল ছন্দপতন। বিএসই-র সূচক ৪৫৬.৪২ পয়েন্ট কমে সেনসেক্স দাঁড়াল ৫৮৩৩০.২৫। এদিকে নিফটিও ১৩০.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭৩৮১.২০। এরইমাঝে নিজেদের দাপট ধরে রাখল টেক মাহিন্দ্রা, অ্যাক্সিস ব্যাঙ্ক, মারুতি সুজুকি, উইপ্রো ও SBI লাইফ।
৪। বাড়ছে জনপ্রিয় SUV গাড়ির দাম। টাটা মোটর্স ৩-রো এসইউভির এই ভ্যারিয়ান্টের দাম ৭,০০০ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। কাঁচামালের মূল্য বেড়ে যাওয়ায় তার প্রভাব গাড়ির দামের উপর পড়েছে। আসলে ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ার কারণে নির্মাতা সংস্থা কমার্শিয়াল গাড়ির মূল্য বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
৫। আগামী বছরে পুরানো ফর্মে ফিরতে পারে হোটেল ব্যবসা। ব্যবসার পরিস্থিতি স্বাভাবিক জায়গায় পৌঁছতে পারে মাস ছয়েকের মধ্যেই। আশাবাদী অম্বুজা গোষ্ঠীর চেয়ারম্যান হর্ষ নেওটিয়া। তাঁর দাবি, সামাজিক ও ব্যবসায়িক প্রয়োজনেই এই সব পরিকাঠামোর চাহিদা আগামী দিনেও থাকবে। বাড়বে শিল্প সম্মেলনেরও গুরুত্ব। নতুন কোনও জটিলতা তৈরি না হলে ২০২২ সালের মাঝামাঝি থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছেন তিনি।
৬। মাল্টিব্যাগার স্টক বিনিয়োগকারীদের দিচ্ছে ভাল রিটার্ন। বিগত ৭ মাসে এই সংস্থার শেয়ার নিয়ে যথেষ্ট আশাবাদী বিনিয়োগকারীরা। রাধে ডেভলপার্সের শেয়ারে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা পেয়েছেন ভাল রিটার্ন। ১০ টাকার শেয়ার হয়েছে ৩৩৮ টাকা, মাত্র ছ’মাসে ১ লক্ষ টাকা হয়েছে ৩২ লক্ষ টাকারও বেশি।
৭। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের হোম লোনের জন্য নিয়ে এসেছে বিশেষ টপ আপ লোন। এই ধরনের টপ আপ লোনে সুদের হারের উপর ছাড় দেওয়া হবে ০.২৫ শতাংশ। এ ছাড়াও এই টপ আপ লোনের জন্য কোনও ধরনের প্রসেসিং ফি-ও নেওয়া হবে না। হোম লোনের রিপেমেন্টের প্যাটার্ন দেখে এই ধরনের টপ আপ লোন ইস্যু করে ব্যাঙ্ক। এই ধরনের লোনের মাধ্যমে সন্তানের লেখাপড়ার খরচ, বিয়ের জন্য খরচ এমনকি নতুন সম্পত্তি ক্রয় পর্যন্ত করার সুবিধা দিচ্ছে এসবিআই।
৮। ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে ওমিক্রন। চণ্ডীগড়ের পর এবার কেরল। দেশে ওমিক্রন আক্রান্ত বেড়ে দাঁড়াল ৩৮। ইতিমধ্যেই বড়সড় সতর্কতা জারি করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। করোনার নতুন এই ভ্যারিয়েন্টটি আগের চেয়ে আরও ধ্বংসাত্মক এবং প্রাণঘাতী হতে পারে।
৯। গঙ্গায় ডুব দিয়ে কাশী বিশ্বনাথে জলাভিষেক প্রধানমন্ত্রীর। বিশ্বনাথ করিডরের উদ্বোধনে অলকানন্দা ক্রুজে ওঠেন মোদী-যোগী। গঙ্গায় নৌবিহার করে পৌঁছন কাশী। ডমরু বাজিয়ে স্বাগত জানানো হয় তাঁকে। পুজো সম্পন্ন হওয়ার পর পুরোহিতরা তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর গলাতেও শোনা গেল শিব সাধনার কথা।
১০। বাংলায় কামড় বসাল শীত। এক ধাক্কায় তাপমাত্রা কমল ৩ ডিগ্রি। কলকাতার পারদ পৌঁছল ১৫ ডিগ্রিতে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম হিমালয় অঞ্চলে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলেই বাংলায় অনুভূত হবে শীত। জাঁকিয়ে শীতের আগমন ঘটবে বঙ্গে।
ব্যুরো রিপোর্ট