Daily
1. সপ্তাহের শেষদিনেও বহাল তবিয়তে থাকতে পারল না শেয়ার বাজার। বিএসইতে ২০.৪৬ পয়েন্ট কমে সেনসেক্স দাঁড়াল ৫৮,৭৮৬.৬৭। এদিকে নিফটিও এক ধাক্কায় ৫.৫৫ পয়েন্ট থেকে কমে দাঁড়াল ১৭,৫১১.৩০ তে। এদিকে শেয়ার বাজারে টেক্কা দিতে গিয়ে ধাক্কা খেল এইচএফসিএল। ট্রাইডেন্ট লিমিটেড, নেটওয়ার্ক১৮ মিডিয়া, টিভি১৮ ব্রডকাস্টের সূচক রইল ঊর্ধ্বমুখী।
2. আবারও কয়েকঘন্টার জন্য বন্ধ থাকবে এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা। শনিবার রাত ১১ টা ৩০ মিনিট থেকে রবিবার ভোর ৪ টে ৩০ মিনিট পর্যন্ত বন্ধ থাকতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেট ব্যাঙ্কিং-সহ একগুচ্ছ পরিষেবা। প্রযুক্তিগত উন্নতির জন্য ইন্টারনেট ব্যাঙ্কিং, ইয়োনো, ইয়োনো লাইট, ইয়োনো বিজনেস , ইউপিআই পরিষেবা ব্যবহার করা যাবে না।
3. থমকে গেল শিল্পায়নের গতি। উৎসবের মরসুমেও ইন্ডাস্ট্রিয়াল গ্রোথে ভাটা। গ্রোথ কমে দাঁড়াল ৩.২ শতাংশে।
4. জীবন বীমাকে শেয়ার বাড়ানোর নির্দেশ দিল আরবিআই। ইণ্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ার উর্ধ্বমুখী হওয়ায় এই সিদ্ধান্ত নিল আরবিআই। বর্তমানে ইণ্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ার স্টেকের পরিমাণ দাঁড়াল ৯.৯৯ শতাংশ।
5. ক্রিপ্টোকারেন্সি নিয়ে এবার সরব হলেন প্রধানমন্ত্রী। গত মাসেই এর ঝুঁকি নিয়ে ভারতীয় বিনিয়োগকারীদের সতর্ক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সরকার এবিষয়ে খুব তাড়াতাড়ি আইন প্রণয়ন করতে চলেছেন বলে জানিয়েছেন স্বয়ং মোদী।
6. ভারতীয় অর্থনীতিতে সুখবরের দিশা দেখাল কেন্দ্রীয় অর্থমন্ত্রকের নভেম্বর মাসের সাম্প্রতিক রিপোর্ট। রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় অর্থনীতি আবারও প্রি-প্যাণ্ডেমিক লেভেলে পৌঁছে গিয়েছে। ২০২১-২২ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি আবার ৮.৪ শতাংশে পৌঁছে গিয়েছে। যা কিনা বেলুনের মতো চুপসে গিয়েছিল ১৯-২০ অর্থবর্ষে।
7. আগামীকাল প্রধানমন্ত্রী দিল্লিতে ব্যাঙ্কিং বীমা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। ব্যাঙ্কিং ক্ষেত্রে ইতিমধ্যেই সঞ্চয়কারীদের জন্য রয়েছে সুরক্ষার কভার। সেই সুরক্ষা যোজনাকে আরও সুরক্ষিত করতে প্রধানমন্ত্রী মোদীর এই বক্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আর্থিক বিশ্লেষকদের একাংশ।
8. দ্য সাবজেক্ট এক্সপার্ট কমিটি (SEC) কোভিড-১৯ এর বুস্টার ডোজের রেকমেন্ডশন বাতিল করে দিল। এই কমিটি সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (CDSCO) অধীনে থেকেই কাজ করেছে। কমিটির বক্তব্য কোনরকম ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া বুস্টার ডোজ দেওয়া যাবে না। এই কমিটি সিরাম ইন্সটিটিউটের বুস্টার ডোজের আবেদন পত্রটি এখনো খতিয়ে দেখছে।
9. আবারও ওমিক্রন আতঙ্কে জেরবার দেশবাসী। দেশজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩। একইভাবে মহারাষ্ট্রে জারি করা হয়েছে ১৪৪ ধারা। বন্ধ করা হয়েছে মিটিং মিছিল। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে কেন্দ্র।
10. বঙ্গে বিনিয়োগ করার জন্য বিভিন্ন দেশের প্রতিনিধিদের অনুরোধ জানাল রাজ্য সরকার। ইতিবাচক সাড়াও মিলছে বলে নবান্ন সূত্রের খবর। সম্ভবত আগামী বছরই রাজ্যে ‘বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিট’-এর আসর বসবে। ইতিমধ্যেই ২৫টি দেশের কনসাল জেনারেল, ডেপুটি হাইকমিশনার ও সাম্মানিক কনসাল জেনারেলরা আগ্রহ দেখিয়েছেন বাংলায় বিনিয়োগ করার।
ব্যুরো রিপোর্ট