Daily

১। বৃহস্পতিবার মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে CDS বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী সহ ১৩ জনের। তামিলনাড়ুতে কুন্নুরের কাছে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। দিল্লির ব্রার স্কোয়্যারে জেনারেল রাওয়াত, তাঁর স্ত্রী-সহ মৃত ১৩ জনকে শেষশ্রদ্ধা জানানো হল পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায়। শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কেজরিওয়াল সহ অন্যান্য নেতৃত্ব।
২। হেলিকপ্টার দুর্ঘটনার তদন্তে নামল ভারতীয় বায়ুসেনা এবং স্থানীয় পুলিশ। আজ সকালেই বায়ুসেনা এবং স্থানীয় পুলিশের একটি দল পৌঁছে যায় কুন্নুর জেলার নানজাপ্পাছত্রং গ্রামে। এই গ্রামেই বুধবার ভেঙে পড়ে বিপিন রাওয়াতের এমআই-১৭ কপটার।
৩। সপ্তাহের পঞ্চমদিনে শেয়ার বাজার দেখল টেস্ট ক্রিকেটের ছোঁয়া। বিএসই ২০.৪৬ পয়েন্ট থেকে কমে সেনসেক্স দাঁড়াল ৫৮,৭৮৬.৬৭। নিফটির ক্ষেত্রে দেখা দিল ৫.৫৫ পয়েন্ট কমে সূচক দাঁড়াল ১৭,৫১১.৩০। তবে এরই মধ্যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে এশিয়ান পেইন্টস, শান ফার্মা, মাহিন্দ্রা ও মারুতি সুজুকি।
৪। রিটার্ন পান যে কোনও ফিক্সড ডিপোজিটের তুলনায় বেশি। ভারত পে-এর ক্ষেত্রে ১২ শতাংশ ক্লাব অ্যাপে বিনিয়োগ করলে বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে প্রতিদিন যুক্ত হবে ১২ শতাংশ হারে সুদ। এই টাকা যে কোনও সময়ে তোলা যাবে। ১২ শতাংশ ক্লাব অ্যাপে পাওয়া রিটার্ন অন্য যে কোনও ফিক্সড ডিপোজিটের তুলনায় অনেক বেশি।
৫। সুকন্যা সমৃদ্ধি যোজনা লঞ্চ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই যোজনায় বিনিয়োগ করলে রয়েছে ভালো রিটার্নের সম্ভাবনা। এই স্কিমে বিনিয়োগ করলে পাওয়া যাবে ১০ লক্ষ টাকা থেকে ৬৫ লক্ষ টাকা। কন্যাসন্তান জন্ম হওয়ার পর ১০ বছরের মধ্যে এই অ্যাকাউন্ট খুলতে হবে। কন্যাসন্তান জন্মের পরে তার ১০ বছরের মধ্যে মিনিমাম ২৫০ টাকা দিয়ে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলা যাবে যে কোনও পোস্ট অফিস এবং কমার্সিয়াল ব্যাঙ্কের শাখায় ।
৬। বক্সা পাহাড়ে শুরু হল পালকি অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্সেও থাকছে প্রাথমিক চিকিৎসার যাবতীয় সরঞ্জাম। থাকবে একটি মিনি অক্সিজেন সিলিন্ডার। থাকবে স্যালাইনের ব্যাবস্থাও। এমনকি গরম জল ও বাচ্চা রাখার আলাদা বিছানাও। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে স্বাস্থ্য দফতরের সহায়তায় এই পরিষেবা চালু হল বক্সা পাহাড়ের জিরো পয়েন্ট থেকে।
৭। এবার থেকে রেকারিং ডিপোজিটে অর্থ লগ্নি করে সবচেয়ে বেশি রিটার্ন পান। সুদের হার পেয়ে যাবেন সবচেয়ে বেশি। রেকারিং ডিপোজিটে স্কিমের ধরন অনুযায়ী প্রতি মাসে কিস্তিতে টাকা প্রদান করতে হয়, ফলে পরিশোধের ওই পরিমাণ টাকা প্রত্যেক মাসের শুরুতেই আলাদা করে রাখতে হয়। ফলস্বরূপ, অপ্রয়োজনীয় খরচ নিজে থেকেই অনেক কমে যায় এবং সঞ্চয়ের অনুপ্রেরণা জাগে। ১০ বছরের বেশি বয়সী যে কোনও ব্যক্তি ব্যাঙ্কে রেকারিং ডিপোজিট স্কিম চালু করতে পারে। শর্ত হল ওই ব্যাঙ্কে আগে থেকে গ্রাহকের নামে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। যদিও, একাধিক ব্যাঙ্ক বাবা-মা বা আইনি অভিভাবকের যৌথ অ্যাকাউন্টের মাধ্যমে যুবকদের রেকারিং ডিপোজিট স্কিমে বিনিয়োগের পরিষেবা প্রদান করে।
৮। ভারতীয় রেলে আসতে চলেছে নয়া চমক। এবার থেকে বিমানের মতোই শতাব্দী, গতিমান, তেজসের মতো ট্রেনে যাত্রীদের স্বাগত জানানো থেকে শুরু করে তাঁদের সবরকম সুযোগ সুবিধা দেখাশোনার জন্য মহিলাদেরই দায়িত্ব দেওয়া হবে। বন্দে ভারত এক্সপ্রেসে ইতিমধ্যেই এই ব্যবস্থা রয়েছে৷ ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, অন্তত পঁচিশটি ট্রেনে মহিলারাই যাত্রীদের স্বাগত জানাবেন৷ তবে মহিলারা শুধুমাত্র দিনের বেলাতেই কাজ করবেন৷ ফলে রাজধানী, দুরন্তর মতো ট্রেনে ট্রেন সেবিকাদের দেখা যাবে না৷ কারণ এই ট্রেনগুলি রাতেও সফর করে৷
৯। ৫ থেকে ১৪ বছর বয়সীদের মধ্যে বাড়ছে ওমিক্রন আতঙ্ক জানাল হু। WHO ইউরোপের আঞ্চলিক পরিচালক ডঃ হ্যান্স ক্লুজ জানালেন টিকা থেকে স্বস্তি এসেছে এবং মৃত্যুর সংখ্যাও আগের তুলনায় কম। তবে তিনি আরও বলেন, ৫৩টি দেশে গত দুই মাসে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা দ্বিগুণ হয়েছে।
১০। বিমার কিস্তি জমা দেওয়ার সময়ে হাতে টাকা না থাকলেও চিন্তা নেই চাকরিজীবীদের। চাইলে প্রভিডেন্ট ফান্ডের টাকা থেকেই বিমা চালানো যেতে পারে। তবে যে কোনও সংস্থার নয়, বিমা হতে হবে ভারতীয় জীবন বিমা নিগমের। আর সেটা হলেই কোনও গ্রাহক চাইলে তাঁর নতুন বা পুরনো বিমার কিস্তির টাকা দিয়ে দেবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। ইপিএফও-কে ১৪ নম্বর ফর্ম পূরণ করে দিতে হবে।
ব্যুরো রিপোর্ট