Daily
১। শুক্রবারই দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, দিল্লি ক্যান্টনমেন্টএলাকায় শেষকৃত্য হবে বিপিন রাওয়াতের। তার আগে বিপিন ও তাঁর স্ত্রীয়ের দেহ রাখা থাকবে তাঁদের দিল্লির বাড়িতে। শুক্রবার বেলা ১১টা থেকে ২টো পর্যন্ত তাঁদের শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। এর পর শেষ যাত্রা শুরু হবে কামরাজ মার্গ থেকে।
২। এবার থেকে ৫৯ মিনিটের মধ্যে মিলবে এমএসমিই ঋণ। এমনটাই ঘোষণা মোদি সরকারের। তিন বছরের মধ্যে ২.৩৬ লক্ষ ঋণ মঞ্জুর করা হল। গত এক বছরের মধ্যে এমনই সিদ্ধান্ত নিল কেন্দ্র। বিগত দুই বছরে প্রায় ৯১% ঋণ মঞ্জুর করেছেন প্রধানমন্ত্রী।
৩। বর্তমানে এই স্টক মার্কেট বিনিয়োগকারীদের করেছেন মালামাল। ৫৪ পয়সার স্টক হয়েছে ৫৭.৩৫ টাকা, বিনিয়োগকারীদের ১ লাখ টাকা হয়েছে পুরো ১ কোটি টাকা। সিমপ্লেক্স পেপার্স স্টকে যারা বিনিয়োগ করেছেন, তারা পাচ্ছেন ভালো রিটার্ন।
৪। লক্ষ্মীবারেও দাপট অব্যাহত শেয়ার বাজারে। বিএসইতে ৮৮৬ পয়েন্ট বেড়ে সেনসেক্স দাঁড়াল ৫৭,৬৩৩। একইভাবে নিফটির ক্ষেত্রে ২৬৪ পয়েন্ট বেড়ে সেনসেক্স পৌঁছাল ১৭,১৭৬ -এ।
৫। দিল্লিতে ১৫ মাসের কৃষক আন্দোলন শেষ হতে চলেছে চলতি মাসের ১১ ডিসেম্বর। কৃষকরা অবশেষে সরকারের আশ্বাস পেয়ে বাড়ির অভিমুখে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, সরকারের পক্ষ থেকে কৃষকদের তিন কৃষি আইন প্রত্যাহারের পাশাপাশি ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়ে একটি কমিটি ফর্মের কথা ঘোষণা করা হয়েছে। এই ঘোষণায় কৃষকরা নিজেদের আন্দোলনের বিজয়ী হিসেবেই দেখতে চাইছেন।
৬। পেটিএম পেমেন্ট ব্যাঙ্ককে পূর্ণ মাত্রার ব্যাঙ্ক হিসেবে খুব তাড়াতাড়ি অনুমোদন দিতে চলেছে আরবিআই। বর্তমানে এই পেমেন্ট ব্যাঙ্ককে ৬৪ মিলিয়ন সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। জমা রয়েছে ভারতীয় মুদ্রায় ৫২ বিলিয়ন টাকা। যা ডলার মূল্যে ৬৮৮.৫ মিলিয়ন। সংস্থার তরফে বৃহস্পতিবার একথাই জানানো হয়েছে।
৭। ক্রিপ্টো কারেন্সি নিয়ে এবার সরব হলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর সুব্বা রাও। সুব্বা রাও-এর অভিযোগ কেন্দ্রীয় সরকার যদি ক্রিপ্টো কারেন্সিকে মান্যতা দেয় তাহলে রিজার্ভ ব্যাঙ্ক দেশীয় বাজার নগদের যোগান এবং মূল্যবৃদ্ধির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে।
৮। চলতি আর্থিক বর্ষে ভারত চিনি রপ্তানিতে রেকর্ড গড়ল। এই আর্থিক বর্ষে ভারত প্রায় ৯.৩৯ লক্ষ টন চিনি রপ্তানি করেছে। ১ অক্টোবর থেকে শুরু হওয়া আর্থিক বর্ষ ২০২১-২২-এ ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই প্রায় ৯.৩৯ লক্ষ টন চিনি রপ্তানি করেছে। অখিল ভারতীয় চিনি ব্যবসায়ী সংঘ মারফত জানা গিয়েছে বিশ্ববাজারে চিনির দাম কিছুটা হলেও কম হয়েছে। এর ফলে ভারতে রেকর্ড পরিমাণে চিনি উৎপন্ন হলেও তা তাড়াহুড়ো করে বিক্রি করার কোনও প্রয়োজন নেই।
৯। বড়দিনের আগেই মিলবে সুখবর। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পেতে যাঁদের নাম দশম কিস্তির প্রাপকদের তালিকায় আছে সেই সমস্ত উপভোক্তাদের নাম ইতিমধ্যেই প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার৷ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার প্রথম পদক্ষেপ ট্রান্সফার অনুরোধে সই করতে হয়৷ দশম কিস্তির টাকা দেওয়ার সমস্ত কাজ সম্পন্ন হয়ে গিয়েছে৷ ক্রমেই দশম কিস্তির টাকা পাওয়ার দিন এগিয়ে আসছে৷ রাজ্য সরকারের রিকোয়েস্ট সাইন বা সইয়ের উদাহরণ প্রক্রিয়া শুরু হবে৷ সূত্রের খবর, কৃষকদের টাকা ১৫ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে৷ এই বিষয়ে সমস্ত জরুরি কাজ সেরে ফেলেছে কেন্দ্রীয় সরকার৷
১০। হায়দ্রাবাদে নভেম্বরের ২৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত আয়োজিত হয় ৫ম ইন্টারন্যাশনাল অ্যাগ্রনমি কংগ্রেস। দ্য ইন্ডিয়ান সোসাইটি অফ অ্যাগ্রনমি সেখানেই চার কৃষি গবেষকের হাতে এই পুরস্কার তুলে দেয়। দেশের মধ্যে সেরা গবেষণাপত্রের শিরোপা পেলেন নদীয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের চার কৃতি ছাত্রছাত্রী। একইসঙ্গে কৃষিবিজ্ঞান গবেষণায় উল্লেখযোগ্য অবদান রাখার জন্য স্বর্ণপদক পেলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর বিকাশচন্দ্র সিংহ মহাপাত্র। স্বভাবতই খুশির হাওয়া বিশ্ববিদ্যালয় চত্বরে।
ব্যুরো রিপোর্ট