Daily
১। হেলিকপটার দুর্ঘটনায় প্রয়াত হলেন সস্ত্রীক চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। ঘটনার সূত্রপাত আজ বেলা ১২:৪০ নাগাদ। তামিলনাড়ু কর্ণাটক সীমানায় নীলগিরি পর্বতের দুর্ভেদ্য জঙ্গলে ভেঙে পড়ে সেনাবাহিনীর এমআই-১৭ কপ্টার। ঘটনায় শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, অখিলেশ যাদব সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব।
২। চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের চপার দুর্ঘটনার খবর পেয়ে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য মাঝপথে প্রশাসনিক বৈঠক বন্ধ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চপার দুর্ঘটনার খবরের কথা জানিয়ে প্রশাসনিক বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।
৩। ওমিক্রন আতঙ্কের মধ্যে অর্থনীতিকে চাঙ্গা রাখতে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল আরবিআই। অপরিবর্তিত রাখা হল রিভার্স রেপো রেটও। মুদ্রানীতি কমিটি বা মনিটরি পলিসি কমিটি রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল। সূত্রের খবর, আগামী ত্রৈমাসিকের জন্য রেপো রেট ৪ শতাংশ রাখার পক্ষে ভোট দিয়েছেন এমপিসির সদস্যরা। টানা নবম বার রেপো রেট বদল না করার সিদ্ধান্ত নিল আরবিআই।
৪। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে ভারতের সোনার দামের রেকর্ডে ইন্দ্রপতন। ৮ হাজার টাকার মত কমল সোনার দাম। বুধবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ০.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৮, ১২৬ টাকা। তবে শুধু সোনা নয়। কমেছে রূপোর দামও। ১ কিলোগ্রাম রূপোর দাম ০.০৭ শতাংশ কমে হয়েছে ৬১,৮৭৫ টাকা।
৫। ওমিক্রন আবহে করোনার টিকার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সিরাম ইন্সটিটিউটের সিইও আদর পুনাওয়ালা। এই পরিস্থিতিতে সেরাম ইন্সটিটিউটের তৈরি কোভিশিল্ড টিকার উৎপাদন ২৫০ মিলিয়ন ডোজ তৈরি করার সিদ্ধান্ত নিল সংস্থার সিইও আদর পুনাওয়ালা। তাঁর দাবি, সরকারের পক্ষ থেকে বেশি সংখ্যক টিকার অর্ডার নেই। এই কারণেই তিনি উৎপাদন কমাবেন কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন পুনাওয়ালা।
৬। সপ্তাহের তৃতীয় দিনে ফের ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। ৯০০ পয়েন্ট বেড়ে ৫৮,৫০০ ছাড়াল সেনসেক্স। সপ্তাহের দ্বিতীয় দিন থেকেই ইতিবাচক শুরু হওয়ায় লাভের আশা করছেন শেয়ার ব্যবসায়ীরা। মঙ্গলবারের পর বুধবারেও শেয়ার বাজারের কারবার বেশ আশাপ্রদ। সেনসেক্সে প্রায় ১.৬ শতাংশ বা ৯০০ পয়েন্টের বেশি বেড়ে ৫৮,৫০০ পয়েন্টের গণ্ডি পেরোল। নিফটি পৌঁছল ১৭,৪৭৩-এ।
৭। দেশে কমল ২ হাজার টাকার নোটের প্রচলন। ১.৭৫ শতাংশ কমল প্রচলন। নোটের সংখ্যা ধীরে ধীরে কমছে। সরকারের শেয়ার করা তথ্য অনুযায়ী ২০০০ টাকার নোটের সংখ্যা ২২৩.৩০ কোটিতে নেমে এসেছে। আরবিআইয়ের রিপোর্ট অনুযায়ী, চলতি আর্থিক বছরে ২০০০ টাকার একটিও নোট ছাপাবে না।
৮। জাওয়াদে ক্ষতির মুখে গড়বেতার আলু চাষিরা। দুদিনের অকাল বর্ষণে ক্ষতির বোঝা ঘাড়ে চেপেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকার চাষিদের উপরেও। বিঘের পর বিঘে জমিতে জল থাকার জন্য এখন আলু চাষ পড়েছে কার্যত ব্যপক ক্ষতির মুখে। সব হারিয়ে এখন তাঁরা কার্যত দিশেহারা। ইতিমধ্যেই বাজারে জোগানে টান পড়াতে দাম বাড়তে শুরু করেছে আলু সহ বিভিন্ন শাক সব্জির। আমআদমির কপালে পড়ল চিন্তার ভাঁজ।
৯। ৫জি পরিষেবাকে জাতীয় অগ্রাধিকার দেওয়া হোক। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে এ কথা জানালেন রিলায়েন্সের কর্ণধার মুকেশ অম্বানি। ২০২১-এ পরবর্তী নতুন দশকে উন্নত কানেক্টিভিটির জন্য বাজারে আসতে চলেছে ৫জি নেটওয়ার্ক পরিষেবা। এই পরিষেবা হতে চলেছে সম্পূর্ণরূপে ক্লাউড নেটিভ এবং ডিজিটালি ম্যানেজড।
১০। সপ্তম পে কমিশনে নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। বেতন বৃদ্ধির সঙ্গে এইচ আর এর বৃদ্ধি পাওয়ার বিশাল সম্ভাবনা। ১১.৫৬ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের এইচ আর এ-র বৃদ্ধির উপরেই বিবেচনা শুরু করেছেন মোদী সরকার। এক্স ক্যাটেগরির কর্মীদের মাসিক এইচ আর এ ৫,৪০০ টাকা। ওয়াই ক্যাটেগরি কর্মীদের ৩৬০০ টাকা। জেড ক্যাটেগরির কর্মীদের মাসিক এইচ আর এ ১৮০০ টাকা করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।
ব্যুরো রিপোর্ট