Daily
১। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ওমিক্রনের আতঙ্কে রেকর্ড পরিমাণে লেন্ডিং রেট কমিয়ে দিল। এভাবে লেন্ডিং রেট কমানোয় রিজার্ভ ব্যাঙ্কের স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার প্রক্রিয়া বেশ কিছুটা ধাক্কা খেল বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।
২। রাষ্ট্রায়ত্ত ন্যালকো এবং হিন্দুস্তান কপার লিমিটেডের বিলগ্নিকরণ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি ক্যাবিনেটের অনুমোদন পেতে চলেছে। গত বাজেটেই এই রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণের কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এমনকি দিল্লিতে খনি মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, খুব তাড়াতাড়ি এই দুই সংস্থার বিলগ্নিকরণ প্রক্রিয়ায় সীলমোহর দিতে চলেছে মোদী ক্যাবিনেট।
৩। ওমিক্রন আতঙ্কের মধ্যেও মঙ্গলবার বিটকয়েন বাজারে হইচই পড়ে গেল। ওমিক্রন আতঙ্কে যখন শেয়ার বাজারে একটু একটু করে পড়ছে মন্দার ছায়া ঠিক তখন বিটকয়েনের মূল্য ছাড়িয়ে গেল ৫০ হাজার ইউএস ডলার। সকাল ৯টা পর্যন্ত বিটকয়েন অন্যান্য ডিজিটাল কয়েনকে জাম্প করে পৌঁছয় ৮শতাংশে। যদিও বিশ্ব ক্রিপ্টোবাজার এগিয়ে রয়েছে ১৪ শতাংশে। যার ডলার মূল্য ১৩৭.৭৭ বিলিয়ন।
৪। বিখ্যাত মোটর কোম্পানি টেসলা আমেরিকা-চায়না বাণিজ্যিক টেনশনের মধ্যে পড়ে গেল। এই বিশ্ববিখ্যাত গাড়ি কোম্পানিটি তাদের কাঁচামালের জন্য পুরোপুরিভাবে চিনের উপর নির্ভর করত। বিশেষত ব্যাটারির ক্ষেত্রে। কিন্তু বর্তমানে আমেরিকা চায়না দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক যে জায়গায় পৌঁছেছে, সেখানে এই মোটর কোম্পানিটি বাধ্য হয়েছে নিজের কারখানাতেই জোগানের ব্যবস্থা করতে।
৫। ভারতীয় SAAS কোম্পানিগুলি প্রায় ৩০ বিলিয়ন ব্যবসা করেছে সাম্প্রতিক বছরে। সেই রিপোর্ট পেশ করল ব্রেন অ্যান্ড কোম্পানি। কোম্পানির সমীক্ষায় উঠে আসলো ২০২৫ সালের মধ্যে ভারতীয় এই কোম্পানিগুলি বিশ্ব বাজারের ৮ থেকে ৯ শতাংশ নিজেদের দখলে রাখবে। এই শিল্পে বিনিয়োগ ২০২০ সালের থেকেও ১৭০% বৃদ্ধি পেয়েছে ২০২১ সালে। যা কিনা প্রায় ৪.৫ বিলিয়ন ইউএস ডলারের সমান।
৬। প্রায় ২০টি ভারতীয় কোম্পানি সরকারের প্রোডাকশন লিঙ্ক ইনসেনটিভ (PLI) এর সুবিধা নিতে আগ্রহ প্রকাশ করল। তালিকায় রয়েছে ওলা, রিলায়েন্স, টাটা কেমিক্যালস, এক্সাইড, টিভিএস লুকাস সহ একাধিক কোম্পানি। এই কোম্পানিগুলি এসিসি (ACC) সেক্টরে কেন্দ্রীয় সরকারের সুবিধা নিতে আগ্রহ প্রকাশ করল। এর ফলে ভারতে ই-গাড়ির বাজার অনেকটাই চাঙ্গা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
৭। ওমিক্রন আতঙ্কের মধ্যেই মুম্বই শেয়ার বাজার আজ কিছুটা লাভের মুখ দেখল। দুপুর সাড়ে তিনটে পর্যন্ত বিএসই সেনসেক্স ৮৮৬.৫১ পয়েন্ট উঠে পুনরায় দাঁড়াল ৫৭,৬৩৩-এ। অন্যদিকে নিফটি ২৬৪.৪৫ পয়েন্ট গেইন করে বন্ধ হয় ১৭,১৭৬.৭০-তে। তবে আজকের বাজারে ব্যাঙ্ক নিফটির লং জাম্প ছিল ২.৫ শতাংশ। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের গেইন ছিল ৩.৮ শতাংশ। একইরকমভাবে ইতিবাচক গতি ছিল আইসিআইসিআই এবং অ্যাক্সিস ব্যাঙ্কেরও। তবে এসবিআই, এশিয়ান পেন্টস ০.২২% নীচে নেমে যায়।
৮। জাওয়াদের নিম্নচাপ কাটিয়ে রোদ উঠতেই জেলায় জেলায় কৃষি দফতর নেমে পড়ল কৃষকদের চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাপ করতে। এখনো পর্যন্ত রাজ্যের সার্বিক ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও ক্ষয়ক্ষতি যে বেশ ভালোই হয়েছে তা ধরা পড়ছে কৃষকদের গলায়।
৯। কলকাতা পুরভোট কেন্দ্রীয় বাহিনী ছাড়াই হতে পারে বলে মনে করছেন রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনখড়কে স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষত বিজেপির পক্ষ থেকে আসন্ন কলকাতা পুরভোটে ব্যাপক হিংসার আশঙ্কা প্রকাশ করে কমিশনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে রাখা হয়েছে।
১০। উত্তরবঙ্গ সফরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কর্ণজোড়া অডিটোরিয়ামে দুই দিনাজপুরের জনপ্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। এদিনের প্রশাসনিক বৈঠকে দুই দিনাজপুরের জন্য উদ্বোধন করলেন ৬৯টি প্রকল্প। একইসঙ্গে ৩১টি প্রকল্পের নতুন করে শিলান্যাস করেন। প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্দেশ দেন যে কোন অবস্থাতেই দাঁড়াতে হবে সাধারণ মানুষের পাশে। রায়গঞ্জের সভা সেরে আবারো তিনি হেলিকপ্টারে মালদহের উদ্দ্যেশ্যে রওনা দেন।
ব্যুরো রিপোর্ট