Daily
১। রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল মিনারেলস ডেভলপমেন্ট কর্পোরেশন NMDC শেয়ারহোল্ডারদের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ট দিলেন প্রতি ইকুটিতে ৯ টাকা করে। সম্প্রতি নিগমের বোর্ড অফ ডাইরেক্টর্সের মিটিংয়ে শেয়ারহোল্ডারদের অন্তবর্তীকালীন ডিভিডেন্ট দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
২। সোমবারের বাজারে কোল ইন্ডিয়ার শেয়ারের পতন দেখা গেলেও রাষ্ট্রায়ত্ত সংস্থাটি চলতি মাসের ৭ তারিখে লগ্নিকারীদের ২০২১- ২২ সালের ডিভিডেন্ট দেওয়ার কথা ঘোষণা করলো।
৩। চলতি আর্থিক বছরের অক্টোবর মাস পর্যন্ত মোট ৬১ টি কোম্পানি শেয়ার বাজার থেকে লগ্নি জুটিয়েছে ৫২,৭৫৯ কোটি টাকা। আজ লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী সীতারামন। এই ৬১ টি কোম্পানির মধ্যে ৩৪ টি কোম্পানি এমএসএমই আওতায় পড়ে।
৪। ধারাবাহিকভাবে অটোমোবাইলস, ব্যাঙ্কিং ক্ষেত্রগুলিতে বাজার খুলতেই সেনসেক্স এবং নিফটির পতন ছিল বেশ চোখে পড়ার মতো। দুপুর তিনটে পর্যন্ত বিএসসি সেনসেক্স ৬৪৮ পয়েন্ট পতনের মুখ দেখে গিয়ে দাঁড়ায় ৫৭,০৪৮। অন্যদিকে নিফটিতে ২০৯ পয়েন্ট পতনের পর নিফটি গিয়ে দাঁড়ায় ১৬,৯৮৬ পয়েন্টে।
৫। শ্রমিক সংগঠনগুলির সেন্ট্রাল কমিটি আগামী বছর ফেব্রুয়ারি মাসে দুদিন দেশব্যপী ধর্মঘট ডাকতে চলেছে। সংসদের বাজেট অধিবেশন চলাকালীন শ্রমিক সংগঠনগুলোর এই ধর্মঘট বেশ প্রভাব ফেলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আগামী বছর ফেব্রুয়ারি মাসে ২৩ এবং ২৪ তারিখ দেশব্যাপী দুদিনের ধর্মঘট ডাকতে পারে শ্রমিক সংগঠনগুলো। দেশ বাঁচাও, মানুষ বাঁচাও স্লোগানকে সামনে রেখেই ধর্মঘটে নামতে চলেছে শ্রমিক সংগঠনগুলোর কেন্দ্রীয় কমিটি।
৬। ইন্টার্নেশনাল ফিনান্সিয়াল সার্ভিস সেন্টার IFSC ভারত সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে ভারতের উন্নয়নের বিদেশি বিনিয়োগের ব্যাপারে আগ্রহ দেখাল। এই উদ্যোগ শুধু যে ভারতের আর্থিক বাজারের বিদেশি বিনিয়োগকে সুনিশ্চিত করবে তাই নয় বিদেশি লগ্নিকারী প্রতিষ্ঠানগুলো কিভাবে এদেশের কোম্পানিগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করে ভারতের উন্নয়নে অংশগ্রহণ করতে পারবে সেদিকটাও সুনিশ্চিত করবে।
৭। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের পুরনো বন্ধু রাশিয়ার সঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সোমবার স্বাক্ষর করলেন ৫ হাজার কোটি টাকার আর্থিক চুক্তি। এই চুক্তি মোতাবেক রাশিয়া ভারতীয় সেনাবাহিনীর জন্য বানাবে ৫ লক্ষ AK 203 অ্যাসল্ট রাইফেল। উত্তর
৮। জাওয়াদের শক্তিক্ষয় হলেও মেদিনীপুরে দুদিনের বৃষ্টিতে দফারফা কৃষিজ ফসল। ধান থেকে সব্জি থেকে শুরু করে ফুল চাষিদের মাথায় হাত পড়েছে এখন। ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন বাঁকুড়া জেলার চাষীরাও।
৯। সোমবার সন্ধ্যায় রেলপথে মালদহ পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের জেলা প্রশাসনিক বৈঠক করবেন তিনি। বৈঠক হবে মঙ্গলবার উত্তর দিনাজপুরের করণদিঘিতে।
১০। বিধানসভার শীতকালীন অধিবেশনে হাওড়া পুরসভার সংশোধনী বিল ২০২১ পাশ হয়েছে। তবে অনুমোদন দেননি রাজ্যপাল জগদীপ ধনখড়। তাই স্থগিত হয়ে গেল হাওড়া পুরভোট। এবার সেই নিয়েই রাজ্যপাল জগদীপ ধনখড়কে প্রশ্নের সামনে ফেলে দিলেন রাজ্যের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
ব্যুরো রিপোর্ট