Daily

১। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই বাণিজ্য সম্মেলনের সাফল্য নিয়ে হোয়াইট পেপার চেয়ে বসলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
২। ৩০ এপ্রিলের মধ্যেই রাজ্যে শেষ হবে পুরভোট। কলকাতা পুরভোট হবে ১৯ তারিখ। ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২১ ডিসেম্বর। জানাল রাজ্য নির্বাচন কমিশন।
৩। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষের কয়েক ঘণ্টার মধ্যেই মোদী সরকারের সমালোচনা করলেন বিজেপির বর্ষীয়ান নেতা সুব্রহ্মণ্যম স্বামী। যেখানে উঠে এলো সীমান্ত নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, অর্থনীতির মত একাধিক বিষয়।
৪। মেঘালয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করল তৃণমূল। কংগ্রেস শিবিরে ভাঙন ধরিয়ে জোড়া ফুলে যোগ দিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ ১১ জন কংগ্রেস বিধায়ক।
৫। পশ্চিমবঙ্গের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ডাকে সেভাবে আমল দেয়নি কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই। স্পিকার ও বিধানসভার মর্যাদা হানি হয়েছে এই মর্মে স্বাধিকার রক্ষা কমিটি তলব করতে পারে এই দুই কেন্দ্রীয় সংস্থাকে।
৬। অসময়ে সাগর থেকে উঠল ৭০ টন ইলিশ। খুশি ক্রেতা থেকে বিক্রেতা। মৎস্যজীবী সবাই। বুধবার রাতে ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে ৭০ টন ইলিশ এসে পৌঁছয়।
৭। সপ্তাহ শেষেই শীতের আমেজ টের পাবেন রাজ্যবাসী। দু’দিনের মধ্যেই পারদ নামল ৩ ডিগ্রির বেশি। উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি হবে না বলেই জানালো হাওয়া অফিস।
৮। করোনায় আক্রান্তের সংখ্যা থাকল ন’হাজারের ঘরে। কমল সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১১৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৯৬ জনের।
৯। আর কোনভাবেই হ্যাক করা সম্ভব নয়। এমনই টেলিযোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে মাঠে নামল ইসরো। জানালেন ইসরো প্রধান কে শিবন।
১০। আজকের মত শেয়ার বাজার বন্ধ হল উত্থানে। বাজার বন্ধের সময় বিএসই সেনসেক্সের সূচক পৌঁছল ৫৮,৭৯৫ পয়েন্টে। বাজার বন্ধের সময় নিফটির সূচকও ছিল উপরে। নিফটির সূচক পৌঁছে যায় ১৭,৫৩৬ পয়েন্টে। শেয়ার বন্ধের সময় অ্যাপল, আলিবাবা, ফেসবুকের শেয়ারের দর থাকল উপরের দিকে।
ব্যুরো রিপোর্ট