Daily

১। বহুচর্চিত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফের ক্ষমতাবৃদ্ধি কেন্দ্র রাজ্য সম্পর্কের পরিপন্থী বলেও তুলে ধরেন। একইসঙ্গে পেশ করেন রাজ্যের বকেয়া দাবিদাওয়া।
২। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করতে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক শেষে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়।
৩। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। বাংলার মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা দিলেন বিজেপির এই বর্ষীয়ান সাংসদ।
৪। তিন কৃষি আইন প্রত্যাহারে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। অপেক্ষা শুধু বিল পাশের। সংসদে শীতকালীন অধিবেশনে এই বিল পাশ হতে পারে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে।
৫। কেন্দ্র সংসদে আনছে ব্যাঙ্ক বেসরকারিকরণ বিল। চলতি মাসের ২৯ তারিখ থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন আবারো উত্তপ্ত হতে পারে ব্যাঙ্ক বেসরকারিকরণ বিল নিয়ে।
৬। দিল্লির দূষণ নিয়ে এবার কেন্দ্রকে ভর্ৎসনা করল শীর্ষ আদালত। বিশ্বের কাছে কী বার্তা যাচ্ছে এই প্রশ্নেই কেন্দ্রীয় সরকারকে বিঁধল সুপ্রিম কোর্ট। দূষণ বন্ধের জন্য ব্যবস্থা নিতে নির্দেশ।
৭। দেশ জুড়ে যখন পালিত হচ্ছে স্বাধীনতার অমৃত মহোৎসব। ঠিক তখন গোবরডাঙায় চূড়ান্ত অবহেলায় পড়ে রয়েছে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামীদের শহীদ বেদি। সংস্কারের দাবি তুললেন স্থানীয় বাসিন্দারা।
৮। রাজ্যে নতুন অর্থনৈতিক সম্ভাবনার সূত্র খুঁজতে হলদিয়ার নয়াচরে অতিরিক্ত মুখ্য সচিব অত্রি ভট্টাচার্যের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাল রাজ্য সরকার। ৫০ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা।
৯। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সুবিধা পড়ুয়াদের মধ্যে আরো বেশি করে ছড়িয়ে দিতে উদ্যোগ নিল রাজ্য সরকার। এখন থেকে ৬০ শতাংশ নাম্বার পেলেই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা।
১০। বাজার বন্ধের সময় সেনসেক্সের সূচক উঠল সামান্য। সূচক পৌঁছল ৫৮,৩৪০ পয়েন্টে। দুপুর সাড়ে তিনটে পর্যন্ত সেনসেক্সের সূচক ছিল ৫৮,২৫৫ পয়েন্টে। বাজার বন্ধের সময় নিফটির সূচক পৌঁছল ১৭,৪১৫ পয়েন্টে। দুপুর সাড়ে তিনটে পর্যন্ত নিফটির সূচক ছিল ১৭,৩৮৯ পয়েন্টে। একদিকে আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ও এনটিপিসির শেয়ার যখন রইল ঊর্ধ্বমুখী তখন মারুতি সুজুকি, ইনফোসিস, আইটিসি ও রিলায়েন্সের শেয়ারে নামল পতন।
ব্যুরো রিপোর্ট