Daily
১। বিধানসভা উপনির্বাচনে চার কেন্দ্রে বিপুল ভোটে জয়ী তৃণমূল। দিনহাটায় ১ লক্ষ ৬৩ হাজার ০৫ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। খড়দহে শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী ৯৩,৮৩২ ভোটে। গোসাবায় তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল জয়ী ১ লক্ষ ৪৩ হাজার ভোটে। শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামী জয়ী ৬৩,৮৯২ ভোটে।
২। শান্তিপুর ছাড়া বাকি ৩ কেন্দ্রেই জামানত জব্দ হল বিজেপির। জামানত বাজেয়াপ্ত বাঁচানোর জন্য বিজেপিকে দিনহাটায় পেতে হত ৩৭,৫৪৭ ভোট। গোসাবায় পেতে হত ৩০,৮৬৮ ভোট। খড়দহে পেতে হত ২৫,৮৩৭ ভোট।
৩। টুইট করে তৃণমূলের জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “এটা সাধারণ মানুষের জয়। বাংলা সব সময় উন্নয়ন এবং একতাকেই বেছে নয়। কুত্সা এবং ঘৃণার রাজনীতিকে নয়। সাধারণ মানুষের আশীর্বাদ পেয়ে আমরা বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।”
৪। চার কেন্দ্রে বিপুল জয়ের পর বিজেপিকে দীপাবলির শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইট করে শব্দবাজিহীন দীপাবলির শুভেচ্ছা জানালেন তিনি।
৫। দলীয় কর্মীদের বিজয় মিছিল না করার নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিটি কেন্দ্রের কাছে অভিষেকের বার্তা পৌঁছেও গেল স্পষ্টভাবে। অভিষেকের কথা টেনে খড়দহের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ও দিলেন একই নির্দেশ।
৬। হিমাচলে কংগ্রেসের কাছে হার স্বীকার করল বিজেপি। প্রায় ন’হাজার ভোটে বিজেপিকে হারিয়ে লোকসভা আসন দখল করে নিল কংগ্রেস।
৭। বাজির নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল কলকাতার হাই কোর্টের রায়। পরিবেশবান্ধব বাজি ফাটানোতে সায় দিল শীর্ষ আদালত। নিষিদ্ধ বাজি বহাল নিয়ে কঠোর হল প্রশাসন।
৮। দুর্গা পুজোর ভিড় নিয়ে চরম বিরক্তি প্রকাশ করল আদালত। তাই কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজোতে ভিড় সামাল দিতে মামলার আবেদনে সাড়া দিল হাইকোর্ট। আজ ফের শুনানি হওয়ার কথা।
৯। করোনার আবহেই ঘোষণা করা হল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট। আগামী বছর ৭ মার্চ থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১৬ মার্চ। উচ্চ মাধ্যমিক শুরু হবে ২ এপ্রিল। শেষ হবে ২০ এপ্রিল।
১০। হাজার কোটি টাকা বাজেয়াপ্ত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। বাজেয়াপ্ত করল আয়কর দফতর।
ব্যুরো রিপোর্ট