Daily

১. মঙ্গলেও চাঙ্গা রয়েছে দালাল স্ট্রিট।। বিএসইতে সেনসেক্স ২২১.২৬ পয়েন্ট বেড়ে সূচক পৌঁছে গেল ৬০৬১৬.৮৯। একইভাবে অক্সিজেন জোগাল নিফটি। ৫৫.৭০ পয়েন্ট বেড়ে নিফটির রানরেট দাঁড়াল ১৮০৫৯.০০। থমকে গেল অ্যাপেল, অ্যামাজন ও ফেসবুকের গতি।
২. এই প্রথম বাণিজ্যিক শস্য কেনাবেচা করবে জেসিআই। এবার থেকে রাজ্যের বাজেয়াপ্ত করা কাঁচা পাট কিনে বিনা মুনাফায় বিক্রি করবে চটকলগুলিকে। রাজ্যের বিভিন্ন চটকলগুলি ধুঁকছে কাঁচাপাটের অভাবে। এই সময়ে দাঁড়িয়ে জেসিআই-এর এই সিদ্ধান্ত যথেষ্ট ইতিবাচক বলে মনে করছে শিল্প মহল। এমনকি রাজ্য সরকারের পক্ষ থেকেও জেসিআইকে চিঠি দিয়েছে রাজ্যের শ্রম দফতর।
৩. কর্মসংস্থান নিয়ে মোদী সরকারকে তোপ দাগলেন বিরোধীরা। রিপোর্ট বলছে, গত বছর জুলাই-সেপ্টেম্বরে ২ লক্ষ কর্মসংস্থান হয়েছিল। অথচ ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ২ কোটি কর্মসংস্থানের। মোদী জমানায় কাজের বাজারের ছবি চাঙ্গা নয় বরং ঝিমিয়ে রয়েছে বলেই দাবি বিরোধীদের।
৪. ভোডাফোন-আইডিয়া মালিকানা নিজের হাতে রাখছে কেন্দ্র। ৩৬ শতাংশ শেয়ার অধিগ্রহণ করছে কেন্দ্র। এই মালিকানা পেয়ে সরকারের হাতেই থাকছে এই টেলিকম সংস্থার সর্বোচ্চ অংশীদারিত্ব। এর ফলে সস্তা হতে পারে রিচার্জ রেট আশাবাদী বিশেষজ্ঞরা।
৫. আগামী ফেব্রুয়ারি মাস থেকেই বাড়তে চলেছে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের খরচ। ২.৫ শতাংশ বাড়বে এই খরচ। ৫০০ টাকার উর্ধ্বে ক্রেডিট কার্ডের উপর এই অতিরিক্ত চার্জ ধার্য করেছে ব্যাঙ্ক। ফলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকেরা।
৬. কোভিডের সময় খরচ বেড়েছে নাগরিকদের। ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে প্রায় ৫০ হাজার পর্যন্ত করছাড়ের দাবি করছেন নাগরিকেরা। চলতি বছরের বাজেটেই এই দাবি রাখবেন তাঁরা। এখন নাগরিকদের এই দাবি সীতারমণের বাজেটে জায়গা করে নিতে পারে কিনা সেটাই দেখার।
৭. কলকাতায় এক নাগাড়ে কমছে সোনার দাম। ভরা মরশুমে মুখের হাসি চওড়া হয়েছে কলকাতাবাসীর। দাম বেড়েছে রূপোর। তবে সোনার দাম যেভাবে কমছে, সেই তুলনায় বিক্রি বাড়ছে না বলেই ব্যবসায়ীদের অভিযোগ।
৮. করোনা আক্রান্ত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি৷ সুর সম্রাজ্ঞীর শরীর নিয়ে চিন্তিত তাঁর অনুরাগীরা। তবে হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে সঙ্গীতশিল্পীর স্থিতিশীলতার কথাই জানানো হয়েছে।
৯. গঙ্গাসাগর মেলা চালু রাখতে নয়া নিয়ম জারি করল হাইকোর্ট। করোনা পরীক্ষার রিপোর্ট বাধ্যতামূলক করল আদালত। কোনওরকম নিয়ম বিরুদ্ধ কিছু হলে, সরকারকে মেলা বন্ধের নির্দেশিকাও দিতে পারবে কমিটি। স্বভাবতই হাইকোর্টের এই নির্দেশিকায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে মেলাকে ঘিরে।
১০. সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়েছে কলকাতা সহ ছয় জেলায়। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
ব্যুরো রিপোর্ট