Daily

১. দেশ জুড়ে আজ থেকে চালু হয়েছে করোনার বুস্টার ডোজ। ষাটোর্ধ্ব বয়স্ক ব্যক্তি ও প্রথম সারির করোনা যোদ্ধাদের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কো-মরবিটির ক্ষেত্রেও মিলছে এই ডোজ।
২. সপ্তাহের প্রথম দিনেই ছক্কা হাঁকাল দালাল স্ট্রিট। বিএসইতে সেনসেক্স ৬৫০.৯৮ পয়েন্ট বেড়ে সূচক পৌঁছাল ৬০৩৯৫.৬৩। একইভাবে বুস্ট আপ করল নিফটি। ১৯০.৬০ পয়েন্ট বেড়ে নিফটির সীমা পৌঁছে গেল ১৮০০৩.৩০। বাজার ধরে রাখল অ্যাপেল, আলিবাবা। তবে মুখ পোড়াল অ্যামাজন।
৩. রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেল এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের (এআইআইবি) ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নিতে চলেছেন। ডি জে পান্ডিয়ানের জায়গায় আসছেন তিনি। ফেব্রুয়ারি থেকে প্যাটেলের তিন বছরের কাজের মেয়াদ শুরু হবে বলে সূত্রের খবর।
৪. হোটেল ও আতিথেয়তা শিল্পে নিজেদের ভিত আরও শক্ত করার পথে এগোচ্ছে রিল্যায়ন্স। করোনা আবহে আমেরিকার নিউ ইয়র্কের প্রথম সারির বিলাসবহুল হোটেল ম্যান্ডারিন ওরিয়েন্টাল অধিগ্রহণের কথা ঘোষণা করল মুকেশ অম্বানীর সংস্থা।
৫. কাঁচামালের দাম ও পণ্য পরিবহনের খরচ বেড়ে যাওয়ায় ফের বাড়তে পারে এসি, ফ্রিজের দাম। উৎসব মরসুমের কাঁধে ভর করে মাথা তুলছিল ভোগ্যপণ্যের বাজার। দাম বাড়লে চাহিদা ফের ধাক্কা খাওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
৬. কোভিডের কারণে ইতিমধ্যেই বেশ কিছু রুটে বিমান বাতিল করেছে ইণ্ডিগো। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ঘোষণা করল প্ল্যান বি। নয়া এই প্ল্যান অনুযায়ী যাত্রীরা বিমান যাত্রার জন্য নতুন করে তারিখ এবং সময় বেছে নিতে পারবেন। অথবা যাত্রীরা যদি চান তবে সেই যাত্রা ক্যানসেলও করতে পারবেন৷ কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না। একইসঙ্গে, রিফান্ডও পেয়ে যাবেন সহজেই।
৭. করোনা মহামারির জেরে বিগত দুবছর ধরে ভুটান বন্ধ করে রেখেছে জয়গাঁওতে নিজেদের সিংহদুয়ার। মার খাচ্ছে ভারত ভুটান দু’দেশেরই ব্যবসা বাণিজ্য। বাণিজ্য কিংবা মেডিকেল জরুরী পরিষেবায় গেটের ভারী দরজা খুললেও অর্থনীতির ও পর্যটনের স্বার্থে কবে থেকে এই গেট আবার খোলা হবে সেদিকে তাকিয়ে রয়েছে দেশবাসী।
৮. করোনার বাড়বাড়ন্তের মধ্যে সাধারণ মানুষ ফের একবার বাজারঘাট এড়িয়ে চলতে শুরু করেছে। এই পরিস্থিতিতে নিজেদের ব্যবসা আরও প্রসারিত করল বিগ বাস্কেট। এই সংস্থা এবার গুয়াহাটিতেও নিজেদের ব্যবসা শুরু করছে।
৯. করোনা আক্রান্তের নিরিখে ফের শীর্ষে উঠে এল কলকাতা নগরীর নাম। গত ২৪ ঘন্টায় আক্রান্ত পেরোল ২৪ হাজার। ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ওয়াকিবহাল মহলে।
১০. ক্রমে কমছে শীতের দাপট। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব সরছে পূর্বে। আজ থেকে বর্ষার আগমন হতে পারে দক্ষিণবঙ্গে। তবে উত্তরে ব্যাটিং করছে তুষারপাত। মঙ্গলবার থেকে কলকাতা সহ সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
ব্যুরো রিপোর্ট