Daily
১। সোমবারে প্রচার সারতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে দিলীপ ঘোষের মিছিল। দিলীপের দেহরক্ষীকে উঁচিয়ে ধরতে হয় সার্ভিস পিস্তল। রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
২। প্রচারে আসতে বাধা দেওয়া হল সাংসদ অর্জুন সিংকে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে অর্জুন সিং ছিলেন ভবানীপুরে দলের প্রধান পর্যবেক্ষক।
৩। কুণাল ঘোষের টুইট ঘিরে লকেটের তৃণমূলে যোগদানের জল্পনা। বিজেপির হয়ে প্রচারে না নামার জন্য সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে টুইট কুণালের। প্রত্যুত্তরে কড়া বার্তা দিলেন লকেট।
৪। রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে ভারতীয় কূটনীতিকের হাতে নাস্তানাবুদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে ধুয়ে দিলেন তরুণ ভারতীয় কূটনীতিক স্নেহা দুবে।
৫। আইকোর চিটফান্ড মামলায় কামারহাটির বিধায়ক মদন মিত্রকে ডেকে পাঠাল সিবিআই। ডেকে পাঠানো হয়েছে মদনের বড় ছেলে স্বরূপ মিত্রকেও।
৬। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের কারণে মঙ্গলবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জারি ভারী বৃষ্টির পূর্বাভাস। দিঘা, মন্দারমনি সহ বকখালির উপকূলে জারি করা হয়েছে চূড়ান্ত সর্তকতা।
৭। আন্তর্জাতিক মঞ্চে আফগানিস্তানের পালাবদলে পাকিস্তানের প্রচ্ছন্ন মদত নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আফগানিস্তানের মাটিকে পাকিস্তান সন্ত্রাসবাদীদের ঘাঁটি হিসেবে ব্যবহার না করতে দেওয়ার জন্য সওয়াল করেন তিনি।
৮। ভারতবন্ধে সামিল হলেন হরিয়ানার কৃষকরা। ২৭ সেপ্টেম্বর বাহাদুর গড় রেললাইনের ওপর কৃষকদের ধর্না দিতে দেখা যায়। একইছবি ধরা পড়ে অমৃতসরের দেবী দশপুরা গ্রামে।
৯। এসবিআইয়ের মত বড় ব্যাঙ্কের প্রয়োজন অনুভব করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একইসঙ্গে আলাদা করে গুরুত্ব দেবার কথা জানান ডিজিটালাইজেশনের ওপর।
১০। শেয়ারবাজারের দৌড়ে লাভবান টাটা এবং রিলায়েন্স। টাটা গ্রুপে বিনিয়োগের সর্বমোট অঙ্কের পরিমাণ যেখানে ৬ লক্ষ কোটি টাকা, সেখানে রিলায়েন্স গ্রুপেরও ভরা বাজার দেখল দালাল স্ট্রিট।
ব্যুরো রিপোর্ট