Daily
১। তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। ভবানীপুর উপনির্বাচনের আগে বড় ধাক্কা বিজেপির।
২। বাবুল সুপ্রিয়র দল বদল নিয়ে কোনরকম মন্তব্য করলেন না বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শীর্ষ নেতৃত্বর কোর্টে বল ঠেলে দিলেন তিনি।
৩। বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট বন্ধে মুখ পুড়ল কেন্দ্রের। তালিকায় উঠে আসা নিয়ে বিশ্ব ব্যাঙ্কের কারচুপির অভিযোগকে হাতিয়ার করল বিরোধীরা।
৪। তুমুল বৃষ্টি কলকাতা সহ দুই ২৪ পরগনা, হুগলি, হাওড়া, দুই মেদিনীপুর, নদিয়া এবং ঝাড়গ্রামে। চলবে আগামীকাল পর্যন্ত।
৫। তালিবান সরকার নিয়ে বিশ্ব মঞ্চে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তালিবানি অস্থিরতা গোটা বিশ্বের কাছে সন্ত্রাসের নজির তৈরি করতে পারার হুঁশিয়ারি দিলেন তিনি।
৬। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের। কংগ্রেসের সঙ্গে যাবতীয় সম্পর্ক ভাঙার জল্পনা।
৭। বিশ্বের সর্ববৃহৎ এক্সপ্রেসওয়ে পেতে চলেছে ভারত। আগামী মার্চের মধ্যেই নির্মাণ কার্য সম্পূর্ণ হবে। জানালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রী নিতিন গডকড়ী।
৮। খুলে গেল পুরী মন্দিরের দরজা। প্রতি সপ্তাহের একমাত্র শনিবারেই দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারবেন।
৯। একদিনে ২.৫ কোটি মানুষকে টিকা দিয়ে বিশ্বরেকর্ড করল ভারত। মোদীর ৭১ তম জন্মদিনে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছিল বিজেপি।
১০। নিঃশব্দে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় ওষুধের। জ্বর, পেট খারাপের ওষুধের দাম বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত।
ব্যুরো রিপোর্ট